২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর ২০১৭ প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গণভবনে ফলাফল হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
উক্ত ফলাফল দুপুর ১:০০ টার পর এসএমএস ও অনলাইনে প্রকাশ করা হয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী। আর ইবতেদায়িতে পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এর পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও অনলাইনে ফলাফল জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানবেন এই ফলাফল…
প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল ২০১৭ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০১৭
মোবাইল ব্রাউজার থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন।
প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE<space> আপনার উপজেলা/থানার কোড <space>রোল নম্বর<space>পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE 20608 34589 2017 Send করুন 16222 নম্বরে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT 20608 34589 2017 Send করুন 16222 নম্বরে।
PSC Result 2017 check here.
অ্যানড্রায়েড মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফলঃ
২০১৬ প্রাথমিক ও ইবতেদায়ীতে দেশের বাইরে ১১টিসহ সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে গত ২০ নভেম্বর থেকে এ পরীক্ষায় শুরু হয়ে শেষ হয় ২৭ নভেম্বর।
প্রাথমিক সমাপনীতে ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১২ লাখ ৯০ হাজার ২৯৫ জন ছাত্র এবং ১৫ লাখ ৪০ হাজার ৪৩৯ জন ছাত্রী। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৭০ হাজার ২২২ জন ছাত্র এবং ১৫ লাখ ১৮ হাজার ২১০ জন ছাত্রী।
প্রাথমিক সমাপনীতে অংশগ্রহণ এবং পাসের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা, ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৪৪ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ।
প্রাথমিকে পাসের হারে সাত বিভাগের মধ্যে বরিশালে সর্বোচ্চ ৯৯ দশমিক ০৯ শতাংশ, আর জেলার মধ্যে মুন্সিগঞ্জে সর্বোচ্চ ৯৯ দশমিক ৯২ শতাংশ। ৫০৮ উপজেলা/থানার মধ্যে ১৭টি উপজেলায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সারা দেশে প্রাথমিক সমাপনীতে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৩৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৬৫ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ১৪ শতাংশ।
অন্যদিকে, ইবতেদায়িতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১ লাখ ২৬ হাজার ৬২৭ জন ছাত্রী। মোট ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৬০ জন ছাত্র ও ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন ছাত্রী।
ইবতেদায়িতে ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের ৯৬ দশমিক ০৮ ভাগ।
ইতেদায়িতে রাজশাহী বিভাগের ৯৮ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার শীর্ষে এবং লালমনিরহাট জেলা ৯৯ দশমিক ৮৮ শতাংশ হার নিয়ে সারা দেশে শীর্ষে। ১০৫ উপজেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে ইবতেদায়িতে।
বিশেষ চাহিদা সম্পন্ন ২০৯ জন শিক্ষার্থী ইবতেদায়িতে অংশ নিয়ে পাস করেছে ১৯৮ জন, পাসের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।
বিভাগ | পাশের হার (%) | জিপিএ-৫ (জন) |
ঢাকা | ৯৮.৫৪ | ১,১৮,০৯৬ |
রাজশাহী | ৯৮.৫৭ | ৩১,৬৬৪ |
খুলনা | ৯৮.৬৪ | ২৫,০৮৯ |
চট্টগ্রাম | ৯৮.৭৫ | ৫৬,৪১৩ |
বরিশাল | ৯৯.০৯ | ১০,৮৩১ |
সিলেট | ৯৭.২৫ | ৭,৩০৮ |
রংপুর | ৯৮.৩৪ | ৩১,৪৯৭ |
মোট | ৯৮.৫১ | ২,৮১,৮৯৮ |
ঢাকা বিভাগ —– > নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী,মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, | |
চট্টগ্রাম বিভাগ —>> কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি,বান্দরবান, | |
খুলনা বিভাগ — > যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, | |
সিলেট বিভাগ — > সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, | |
রাজশাহী বিভাগ — > সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, | |
বরিশাল বিভাগ — >> ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, | |
রংপুর বিভাগ —– > পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, | |
ময়মনসিংহ বিভাগ —- > শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, |
ঢাকা বিভাগ —– > নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী,মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, | |
চট্টগ্রাম বিভাগ —>> কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি,বান্দরবান, | |
খুলনা বিভাগ — > যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, | |
সিলেট বিভাগ — > সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, | |
রাজশাহী বিভাগ — > সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, | |
বরিশাল বিভাগ — >> ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, | |
রংপুর বিভাগ —– > পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, | |
ময়মনসিংহ বিভাগ —- > শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, |
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।