২০১৭ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের তারিখ প্রকাশ করা হবে। ফল প্রকাশের তারিক ৩০ ডিসেম্বর বেলা ১২:৩০ টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হবে।
জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঃ ৩০ ডিসেম্বর ২০১৭
৩০ ডিসেম্বর সকালে ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার পর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৭ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল…
➡ সবার আগে রেজাল্ট পেতে এখানে ক্লিক করুন ➡
অনলাইনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল জানার বিকল্প পদ্ধতি ভিডিও সহকারে দেখুন নিচেঃ
জেডিসি ও জেএসসি ফলাফল অনলাইনে দেখার ওফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ ঢাকা বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ যশোর বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ বরিশাল বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ চট্টগ্রাম বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ সিলেট বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ দিনাজপুর বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ কুমিল্লা বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ রাজশাহী বোর্ড
জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৭ মাদ্রাসা বোর্ড
যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC
এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2016 লিখুন।
Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2016
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2016
এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, ২০১৬ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়ার কথা ছিলো। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বরের জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড এবং জেডিসির সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির পরীক্ষা হয় ১৯ নভেম্বর নেওয়া হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।
গত বছরের ফলাফলের পরিসংখ্যানঃ গত বছর জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। এর মধ্যে পাস করে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন।
জেএসসিতে গড় পাসের হার ছিলো ৯২.৩১। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ছিলো ৯০.৩৯ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ছিলো ৯৭.৪৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ছিলো ৯২.৫১ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ছিলো ৯৫.৪৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিলো ৮৫.৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ছিলো ৯৭.২৬ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ছিলো ৯৩.৫৯ শতাংশ ও দিনাজপুর বোর্ডে পাসের হার ছিলো ৯১.৫২ শতাংশ। গতবার জেএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।
জেডিসিতে গড় পাসের হার ছিলো ৯২.৪৬ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮ হাজার ৭৬১ জন।
জেএসসি-জেডিসি পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৮ হাজার ৫৮৩টি। আর কোনো শিক্ষার্থীই পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৩টি।
একই দিনে প্রকাশ করা হবে প্রাথমীক সমাপনী পরীক্ষার ফলাফল। রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন: PSC Result 2017
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।