আমি একটি ওয়ার্ডপ্রেস সাইট পুরোদমে চালু করতে চাচ্ছি। অর্থাৎ আমার পারসোনাল ব্লগ। কিন্তু হোস্টিং কেনার মত টাকা তো আমার নাই। তাই অভিজ্ঞদের মতামত চাইছি ফ্রিতে পাওয়া যাবে এবং ফ্রিতে পওয়া হোস্টিংয়ের মধ্যে সবথেকে ভাল একটি হোস্টিং সাজেস্ট করুন প্লিজ।
উল্লেখ্য আমি WordPress.org তে ব্লগ করার সিদ্ধান্ত নিয়েছি।
আমার মতে WordPress.com-এর থেকে WordPress.org অনেক ভাল, অন্তত ফ্রি ইউজারদের জন্যে।
আপনার অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে সাহায্য করবেন আশা করি।
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
wordpress.com blogger.com এর মত ফ্রি ওয়েবসাইট বিল্ডার। এখান থেকে আপনি ওদের হোষ্টে ফ্রি সাইট বানাতে পারবেন। wordpress.org কোন হোস্টিং সার্ভিস না, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস ডাউনলোড করে নিজের হোষ্টিংএ সেটাপ করতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত যাবতীয় ফ্রি রিসোর্স পাবেন যেমন ফ্রি থিম, প্লাগিন, হেল্প, কোডিংএর ডক ইত্যাদি। এক্ষেত্রে আপনাকে অন্য কোথা থেকে ফ্রি বা পেইড হোষ্ট নিয়ে সেটাপ করতে হবে।