চার-ছক্কার দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এসে গেছে অসাধারণ এক মোবাইল অ্যাপ CricVoice 😉 অ্যাপটি তৈরিতে কাজ করেছেন বাংলাদেশি তরুন সব ডেভলপার।
অ্যাপটিতে লাইভ টিউমেন্ট্রি জানাতে সবসময় সাথে থাকবে "নাবিলা"। নাবিলা, সে এক Artificial Brain।
CricVoice ওপেন করলে মিষ্টি সুরে ভেসে আসবে নাবিলার সুর। খেলার লাইভ আপডেট জানিয়ে দিবে সে।
এছাড়া বুদ্ধিমান Top Tube এর সহযোগিতা নিয়ে নাবিলা খুঁজে বের করবে এই মুহূর্তে সারা বিশ্বে চলমান সব লাইভ খেলার ইউটিউব স্ট্রিমিং।
দৃষ্টি প্রতিবন্ধি মানুষের জন্য, ড্রাইভিং বা কাজের ফাকে লাইভ স্কোর দেখার পরিবর্তে নাবিলার সুন্দর ভয়েসে লাইভ স্কোর উপভোগ করা যাবে
বাংলাদেশী এই অ্যাপ সারা বিশ্বকে আরেকবার তাক লাগাতে পারবে এমনটাই আশা নির্মাতাদের!
অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।
https://play.google.com/store/apps/details?id=com.enamelbd.cricvoice
#madeInBangladesh #cricVoice
আমি জুবায়ের হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।