কম্পিউটারেই চালান অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা কত কিছুই করি। অ্যান্ড্রয়েড হচ্ছে একটি ওপেন সোর্স ওএস (Open Source) এটি দিয়ে যে কতকিছু করা যায় তা কল্পনার বাইরে। ঠিক তেমনি, আপনি কি কখনও ভেবেছেন যে আপনার পিসি তে অ্যান্ড্রয়েড চালাবেন ? আসুন আজ আপনাদের দেখাই কীভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড চালাতে পারবেন। এই কাজে যে সফটওয়্যারটির প্রয়োজন পড়বে তার নাম Bluestacks।

প্রথমেই দেখে নিন যে আপনার পিসি-তে কি Bluestacks সাপোর্ট করবে কিনা!

  • ডুয়াল-কোর প্রসেসর বা এর বেশি;
  • ২ জিবি র‌্যাম বা এর বেশি;
  • DirectX 11 সমর্থন করে এমন একটি গ্রাফিক্স কার্ড;
  • মনিটরের রেজুলেশন ১০২৪x৭৬৮ এর বেশি।

যেভাবে Bluestacks ইন্সটল করবেন

  1.    প্রথমেই Bluetstacks এর ওয়েবসাইট থেকে ইনস্টলারটি ডাউনলোড করুন।

 

2. BlueStacks-SplitInstaller_native.exe ফাইল-টি Run As Administrator দিয়ে চালু করুন।

 

3. ইনস্টলার-টি চালু হলে Continue চাপুন!

 

৪. এবার ইন্সটল- এ চাপ দিন!

৫. এবার সফটওয়্যার-টির ইন্সটল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (ইন্টারনেট সংযোগ প্রয়োজন)

ইন্সটল শেষ হয়ে গেলে সফটওয়ারটি চালু হয়ে যাবে।

এ পর্যায়ে এটাকে দেখতে একটি অ্যাপ্লিকেশন প্লেয়ারের মতই লাগে। এখন কেবল লঞ্চার ইন্সটল করা বাকি।

যেভাবে Launcher ইন্সটল করবেন

1. প্রথমেই Bluestacks চালু করুন (ডেস্কটপ এর শর্টকাট বা স্টার্ট মেনু থেকে)।

2. তারপর আপনার ইচ্ছে মত যেকোনো একটি Launcher এর APK ফাইল-টি ডাউনলোড করে নিন। আমি Go Launcher এর লিঙ্ক দিয়ে দিলামঃ Go Launcher.apk

3. APK-টি ডাউনলোড হলে Right Click করে Open With > Bluestacks APK Handler- এ ক্লিক করুন। এখন একটি উইন্ডোজ আসবে। Install APK শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৪. APK Install হয়ে গেলে Bluestacks এ ফিরে যান। এবং নিচের Bluestacks এর আইকন টিতে চাপ দিন! (এটি হচ্ছে Home Button)

বকি অংশ 

Level 0

আমি আইটি ব্লগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস