আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।
আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনার Youtube VIDEO তে ভোট বা Poll System করবেন। এর মাধ্যমে আপনি Viewers দের ভিবিন্ন প্রশ্ন করতে পারবেন এবং কিছু উত্তর বা Option দিতে পারবেন।
১. প্রথমে আপনার YOUTUBE VIDEO MANAGER এ যান।
২. যে VIDEO তে Poll Add করবেন, সেই VIDEO টিকে EDIT Mode এ নিয়ে যান।
৩. Edit Page এ যাওয়ার পর, Cards Tab এ Click করুন।
৪. এই Page এ আসার পর Add Card এ Click করুন এবং নিচ থেকে Poll এ Create Click করুন।
৫. এখন ৩টা ঘর আসবে।
Question, Choice 1, Choice 2
Question এর ঘরে আপনার Poll এর প্রশ্ন বা যা লিখতে চান তাই লিখুন।
আর Choice ঘর গুলোতে আপনার উত্তর বা Options গুলো দিবেন।
আপনি সবোচ্চ ৫টি Option দিতে পারবেন।
যদি কোন সমস্যা হয় এই Video টি দেখুন।
আর আমার Channel টা SUBSCRIBE করবেন ধন্যবাদ।
আমি রাকিব ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে সব কিছু শিখাতে চাই