সবাইকে অনেক শুভেচ্ছা, আমরা সবাই আজকাল একটু ব্যাস্ত থাকি কাজের চাপে। আর এই কাজের চাপ আমাদের জিবনে অনেক সমস্যার কারন হয়ে যায়। অনেক গুলো সমস্যার মাঝে যে সমস্যাটি সবচেয়ে বড় আমরা মনে করে থাকি, তা হলো - আমাদের প্রিয় জন কে সময় দিতে না পারা। প্রাপ্ত বয়সের প্রায় সবাইকেই এই সমস্যায় পড়তে হয়। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আশা করি সবাই এই টিউন্সটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। নিচে সমাধানের কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করা হলো ঃ-
প্রিয় খাবারঃ
আপনি কি চিন্তা করেছেন আপনার প্রিয় মানুষ টির সবচেয়ে পছন্দের খাবার কোনটি ? যদি না জেনে থাকেন তবে এখনি জেনে নিন। মাঝে মাঝে আপনি যদি আপনার প্রিয় মানুষ টির জন্য তার প্রিয় কিছু খাবার নিয়ে দেন। সে যতই অভিমান থাকুক মনে মনে ঠিকই খুব খুশী হবে। তাই এটা অন্যতম একটি উপায় তাকে খুশী রাখার।
উপহারঃ
উপহার মানে যে অনেক টাকা, তা কিন্তু নয়। অনেক কম দামেও অনেক ভালো উপহার কিনে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে একটু টেকনিক খাটাতে হবে। তা হলো - উপহারটিকে একটি চকচকে কাগজ দিয়ে প্যাকিং করে নিতে পারেন। এতে উপহার টিকে অনেক মান সম্মত মনে হবে আর সুন্দর দেখাবে। আর সুন্দর জিনিস পছন্দ করে না, এমন মানুষ খুজে পাওয়া অসম্ভব। তাই এই উপায়েও প্রিয় মানুষ টিকে খুশী করতে পারেন।
ঘুরতে যাওয়াঃ
এই বিষয় টা আমি জানি যারা চাকরিজীবী তাদের জন্য কতটা কষ্টকর। তার পরেও প্রিয় মানুষ কে খুশী করতে একটু কষ্ট করতেই হয়। তাই প্রতি মাসে অন্তত একবার হলেও প্রিয় মানুষ টিকে সাথে নিয়ে কোন সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এতে করে দুটি লাভ হবে এক- সে খুশী হবে আর দুই- আপনার মন টাও একটু ভালো লাগবে।
এস,এম,এস করাঃ
এই উপায় সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর। ইন্টারনেটে সার্চ করে অনেক রোমান্টিক এস,এম,এস নিতে পারেন। আর সেগুলো ইমো, হোয়াটস-এপ, অথবা টেক্সট মেসেজ করে পাঠাতে পারেন শত ব্যাস্ততার মাঝেও। অথবা বাংলা ভালোবাসার এস,এম,এস সাইট থেকেও হাজার হাজার বাংলা এস,এম,এস কালেকশান করতে পারেন।
শেষ কথাঃ
টেক-টিউনসে এই টিউনটি আমার প্রথম টিউন। অনেক সময় নিয়ে এটি আমি টাইপ করেছি। দয়া করে কেউ এই লিখাটি কপি করবেন না। ---- ধন্যবাদ।
আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।