চলো কম্পিউটার শিখি বিনামূল্যে পর্ব 3

আসসালামু আলাইকুম

সম্মানিত পাঠক বন্দুরা , learningbd1994.blogspot.com  এর সৌজন্যে আজ আমি আবার হাজির হলাম আমার ধারাবাহিক সিরিজে চলো কম্পিউটার শিখি বিনামূল্যে এর  তৃতীয় পর্ব নিয়ে । আজকের পর্বে থাকবে  গত  পর্বের পর থেকে। তাই সাথেই থেক।চলো আমরা শূরু করি আমাদের ক্লাস ......

>>  মাইক্রসফট ওয়ার্ড এ ফাইল সংরক্ষন করা:

মাইক্রসফট ওয়ার্ডে কিভাবে  ফাইল খোলা হয় তা আমরা এর আগে জেনেছি । তাই আজকে জানব কিভাবে খোলা ফাইল সংরক্ষন করা যায়। প্রথমে আমাদের যা করতে হবে তা হলো মাইক্রসফট ওয়ার্ড এর ফাইল অপশন ক্লিক করে সেইভ অপশনে ক্লিক করো তারপর একটি পেজ আসবে সেখানে তোমার ফাইল এর নাম লিকে দাও তারপর এন্টার চাপ। ব্যাস হয়ে গেল ফাইল সংরক্ষন করা । কি ? খুব ই সহজ মনে হয় ,তাই না । আসলেই এটা খুবই সহজ । তাই বিস্তারিত  আর লিখলাম না।

>> মাইক্রসফট ওয়ার্ড ফাইল  বন্দ করা:

মাইক্রসফট  ওয়ার্ড   ফাইল বন্দ করতে হলে প্রথমে   ফাইল  অপসনে গিয়ে ক্লজ অপসনে  ক্লিক করতে হবে। তাহলে ই তোমার ফাইল টি বন্দ হয়ে যাবে। ফাইল ক্লজ করার জন্য কীবোর্ড থেকে চাপ  ctrl + w

>> মাইক্রসফট ওয়ার্ড সেভ করা ফাইল ওপেন করা:

এর আগে আমরা জেনেছি কিভাবে ফাইল খোলা , সংরক্ষন করা যায়। এখন আমরা জানব একটি ফাইল সংরক্ষন করার পর তা আবার পুনরায় কীভাবে ওপেন করা যায়। প্রথমে মাইক্রসফট ওয়ার্ড থেকে ফাইল ক্লিক কর তারপর ওপেন ক্লিক কর তারপর যে ফাইলটি সংরক্ষন করেছিলে তার উপর ক্লিক কর। তাহলেই ফাইলটি ওপেন হয়ে যাবে।

>> মাইক্রসফট ওয়ার্ড রিবন ব্যাবহার :

রিবন অফিস 2007 এবং 2010 এ আছে ।যা এর আগের  ভার্সনগুলোতে  ছিল না। এটি অনেকটা টুল বারের মত ই কাজ করে। এর ব্যাবহার অনেক মজার । এখানে তুমি পাবে একসাথে অনেক ফিচার , যা তোমাকে সত্যিই মুগ্ধ করবে। রিবন হলো একেবারে উপরে   ফাইল , হোম, ইনসার্ট, পেজ লেআউট  ট্যাবটিকে বলে মেইন ট্যাব। এর প্রতিটি বাটনে ক্লিক করলে নতুন আরও অপশন আসে । এগুলোকে বলে রিবন।

>>সিলেক্ট , কাট, কপি ,পেস্ট করা:

মাইক্রসফট ওয়ার্ডে কাট কপি পেস্ট সিলেক্ট হলো খুবই মজার একটি বিষয় । এখানে তোমরা অনেক  নতুন  জিনিস পাবে। কাজ করো , প্রথমে একটি ওয়ার্ড ফাইল খোলো তারপর সেখানে লিখে ফেল learningbd1994.blogspot.com . এবার  কিভাবে সিলেক্ট করতে হবে তা শিখে ফেলি চলো,, যে লেখাকে সিলেক্ট করতে চাও তার পেছনে বা সামনে মাউস বাটন ক্লিক করে  লেফট কী  চেপে ধরে  টেনে টেনে যতদুর দরকার ততদুর নিয়ে যাও এরপর ছেড়ে দাও তাহলে ই তোমার লেখা সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট করা অবস্থায়  কী বোর্ড থেকে ctrl + c চাপ দাও তাহলে তোমার লেখা কপি হয়ে যাবে।  এখন নিচে খালি জায়গায় মাউস ক্লিক করে তারপর  ctrl+v   চাপ , ব্যাস তাহলে দেখতে পাবে একই লেখা নিচে চলে আসবে এটাকে বলে পেস্ট করা। এবার যদি তা ডিলেট করতে চাও তাহলে আবার সিলেক্ট কর এবং কী বোর্ড থেকে ব্যাক স্পেস  চাপ দাও তাহলে লেখা ডিলেট হয়ে যাবে।

আজ আর থাক  । কী ?  থাকবে ? আচ্ছা থাকুক । আবার পরের পর্বে শুরু করব। একসাথে বেশি হলে  বিরক্ত লাগতে পারে। সবাই ভাল থেক । আর আমার   নিজস্ব সাইট learningbd1994.blogspot.com একবার ভিজিট করে এস । ভাল লাগবে।

 

দুনিয়াতে যা আছে এরা কেউ তোমার আপন না ।আপন শুধু তোমার নবী এবং আল্লাহ।আরও একজন আপন আছে সে হলো তোমার নেক আমল                                                        তাই যত পার নেক আমল কর।

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস