বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছ। আমিও অনেক ভাল আছি। তো, বন্দুরা , আমি আবার হাজির হলাম আমার ধারাবাহিক টিউন চলো কম্পিউটার শিখি বিনামূল্যে এর 2য় পর্ব নিয়ে । আজ আমি গত পর্বের শেষ থেকে শুরু করব। নতুন একটা টপিকস । নতুন কিছু শিক্ষা। তাই মনোযোগ দিয়ে পড়বে।পুরোটা পর্ব জুরো কিন্তু সবাই আমার সাথেই থেক । গত পর্ব সম্পর্কে কিন্তু কোন মতামত তোমরা জানাওনি ।তাহরে তোমাদের পছন্দ হয় নি। তাহলে বলবে । আমি আর সামনে যাব না। কেননা আমার উদ্দেশ্র তোমাদের শিখানো বিরক্ত করা নয়। তাই অবশ্যই মতামত জানাবে। তো চলো , শুরু করি.......
1./.মাইক্রসফট অফিস ওয়ার্ড:: আমরা মোটামোটি মাইক্রসফট ওয়ার্ড সম্পর্কে সবাই কম বেশি জানি। তারপরও আমি এখানে কিছুটা আলোচনা একেবারে সংক্ষেপে করলাম। মাইক্রসফট অফিস ওয়ার্ড মুলত লেখালেখির কাজে ব্যবহার করা হয়। এর পূর্ব নাম ছিল ওয়ার্ড স্টার।এর কয়েকটি সংস্করণ রয়েছে। তার মধ্যে 2003 এবং 2010 প্রশিদ্ধ। মাইক্রসফট অফিস ওয়ার্ড 97 অনেক পুরনো তাই কিছুই মিলবে বর্তমান এর সাথে। আর ওয়ার্ড 10 হলো ওয়ার্ড 07 এর উন্নত সংস্করণ।
>>কিভাবে চালু করতে হবে?
প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে তারপর অল প্রগ্রামস এ ক্লিক করলে মাইক্রসফট অফিসে ক্লিক করলে মাইক্রসফট অফিস ওয়ার্ড আসবে সেখানে ক্লিক করলে মাইক্রসফট ওয়ার্ড চালু হবে। এবার আপনি চাইলে এখানে আপনান মনের মত যা খুশি তাই লিখতে পারেন। এখানে আপনি বাংলা এবংইংরেজি উভয় ভাষাতে ই লিখতে পারবেন। এখানে মনে রাখা দরকার মাইক্রসফট ওয়ার্ড চালু হওয়ার সময় অটোমেটিক একটি ব্লাংক পেজ চালু হবে। তারপর ও যদি কেউ নতুন পেজ নিয়ে কাজ করতে চায় তবে কী বোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে নতুন পেজ খুলে যাবে। তবে এখানে লিখালিখির কাজ করতে হলে আপনাকে আগে টাইপ করার জন্য কী বোর্ড এর কোথায় কোন অক্ষর আছে তা জানতে হবে। এবং তা আঙুলের মাথায় মুখস্ত করে রাখতে হবে। কম্পিউটারে লেখার সময় কিছু বর্ণ আছে যা দুটো বাটন চাপ দিয়ে লিখতে হয় । যেমন, ক্ষ=ক+ষ। তাই এগুলো শিখতে হবে।
>>>টাইপ শেখার জন্য যা করতে হবে :
বাজার থেকে একটি বাংলা অক্ষর লেখা সহ একটি কীবোর্ড কিনতে হবে। বিজয় কীবোর্ড কিনতে পার । দাম নিবে 200 টাকা। এবার তাতে দেখে দেখে হাত চালাও। প্রথমে একটু কষ্ট হবে। তবে কিছু দিন এভাবে চালাতে চালাতে দেখবে তোমার হাত চালু হয়ে যাবে।মাঝের সাড়িতে এ থেকে শুরু করে এফ পর্যন্ত তোমার বাম হাতের পাচ আঙুল রাখবে এবং কোলন সেমি কোলন থেকে শুরু করে জে পর্যন্ত তোমার ডান হাতের পাচ আঙুল রাখবে । তারপর টাইপ করতে থাক। দেখবে আস্তে আস্তে সব ইজি হয়ে যাবে । এভাবে মোটামুটি এক মাস তোমাকে চেষ্টা করতে হবে।তো, বন্দুরা , তোমরা চেষ্টা করতে থাক। আর আমি আজকের মত বিধায় নিলাম ।আগামীি পর্বে আবার এর থেকে শুরু করব। ইনশাআল্লাহ। ততক্ষন সবাইভাল থেক। আর আমার জন্য সবাই দোয়া করবে। যাতে আমি আমার এই পুরো পোস্টা শেষ করতে পারি। আর মাথায় রেখ আমার সাইট যেটা তোমাদের জন্য অনেক উপকারী । সেটা হল ,learningbd1994.blogspot.com. এখানে একবার তোমরা ঘুরে এস । আশা করি ভাল লাগবে। এখানে বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেসন এর লেকচার দেয়া আছে। তোমরা সেখান থেকে পড়তে পার। (গুড নাইট)
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{মানুষ তার অস্থায়ী দুনিয়ার জন্য যা করে তা যদি তার স্থায়ী আখেরাতের জন্য করত তাহলে সে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস লাভ করত। }}}}}}}}}}}}}}}}}}}}}
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।