চলো কম্পিউটার শিখি বিনামূল্যে।

আসসালামু আলাইকুম

সম্মানীত , টেকটিউনস পাঠকবন্দুরা , আশা করি সবাই ভাল আছ। আজ আমি আমার নিজস্ব ব্লগ learningbd1994.blogspot.com  এর সৌজন্যে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা টপিক্স। আশা করি সবার অনেক ভাল লাগবে এবং উপকারে আসবে।আমার আজকের বিষয় টা হলো চলো কম্পিউটার শিখি বিনামূল্যে। হ্যা , বন্দুরা আমরা হয়ত অনেকে  এখনও জানি না কিভাবে কম্পিউটার  চালাতে হয় বা  কিভাবে কাজ করতে হয়। অথচ সব চাকরির ক্ষেত্রে এখন কম্পিউটার  এর দক্ষতা প্রয়োজন। তাই আমি ধারাবাহিক ভাবে কম্পিউটার  প্রগ্রামগুলোর আলোচনা করব , ইনশা আল্লাহ । যদি তোমাদের সবার সারা পাই । তাহলে অবশ্যই আমি এ বিষয়ে অনেক বিস্তারিত লিখব। তাই অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। চলো ,শুরু করি.........

কম্পিউটার চালাতে গেলে সর্বপ্রথম ই চলে আসে মাইক্রসফট অফিস প্রগ্রাম এর কথা। কেননা এটা মুলত কিম্পিউটারের  অতিব জরুরি একটি প্রগ্রাম।

মাইক্রসফট অফিস 2010 সেটআপ দিতে তোমাদের কম্পিউটারে বেশ কিছু সিস্টেম রিকয়ারমন্ট এর প্রয়োজন হবে। এগুলো নিচে আলোচনা করা হল:

>>> অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি সার্ভিসপ্যাক 3, উইন্ডোজ ভিসতা কিংবা উইন্ডজ সেভেন বা অন্যান্য উইন্ডোজ

           >>>  কম্পিউটার প্রসেসর: 500 মেগাহার্টজ বা তর্দুধ্ধ ।

>>> মেমরি: 250 মেগাবাইট বা  তার বেশি।

>>> হার্ড ডিস্ক: 1.5 গিগাবাইট ফ্যি স্পেস।

>>>মনিটর : সুপার ভিজিএ বা উচ্চতর রেজোল্যুশন  মনিটর কিংবা আরও উচ্চতর মনিটর।

           >>> ইন্টারনেট সংযোগ।

যদি তোমার এগুলো  থাকে তাহলে নিচের প্রক্রিয়া অনুসরণ কর:

প্রথমে মাইক্রসফট অফিস প্রগ্রাম এর ডিভিডি টি ডিভিডি  রম এ ঢুকাও । যাদের হার্ডড্রাইবে অফিস এর সেটআপ ফাইল কপি করা আছে তারা সেখানে setup.exe  ফাইলটি দুইবার ক্লিক করে একটু পর অফিস 2010 লাইসেন্স এগ্রিমেন্ট পেজটি পাবে।এখান থেকে  আই  একসেপ্ট দি টারমস  অপ দিস এগ্রিমেন্ট এ টিক দিয়ে কন্টিনিউ এ ক্লিক কর। এবার আর একটি পেজ আসবে সেখান থেকে ইন্সটলেশন মেথড নির্বাচন কর। এবার ইন্সটল নাউ ক্লিক কর । তাহলে সরাসরি ইন্সটর শুরু হবে।এতে বেস খানিকটা সময় প্রয়োজন হবে। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা কর। প্রক্রিয়াটি শেষ হলে স্ক্রিনে কম্পিলিট ইউর অফিস এক্সপ্রিয়েন্স নামে পেজ আসবে। বাস হযে গেল মাইক্রসফট অফিস প্রগ্রাম ইন্সটল করা। এবার তোমার কম্পিউটার ওপেন কর। তারপর  স্টার্ট বাটনে ক্লিক কর   এখন অল প্রগ্রাম ক্লিক কর এবার দেখতে পাবে সেখানে মাইক্রসফট অফিস 2010 নামে একটি অপসন আছে । তার উপর ক্লিক কর তাহলে সেখানে যে প্রগ্রাম গুলো থাকবে তাহল :

1.মাইক্রসফট ওয়ার্ড

2.মাইক্রসফট এক্সল

3.মাইক্রসফট পাওয়ার পয়েন্ট

4.মাইক্রসফট এক্সেস

5. মাইক্রসফট পাবলিশার

 পরের লেখায় এর পর থেকে শুরু করব ইনশাআল্লাহ। ততক্ষণ আমার সাথেই থেক  এবং সময় কে নস্ট করতে না চাইলে আমার নিজস্ব  ব্লগ learningbd1994.blogspot.com   এ একবার ঘুরে আসতে পার । সেখানে তোমরা পাবে তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য অনেক সুন্দর সুন্দর টপিক্স। পাবে বিসিএস দেওয়ার জন্য স্পেসাল প্রাকটিস। সেখানে ধারাবাহিক ভাবে এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে । তাই অনুরোধ থাকল একবার ঘুরে  আস।

আমার আজকের পোস্টটা কেমন হলো তা কিন্তু জানাবে। যেদি তোমাদের ভাল লাগে তাহরে পরের টা আরও বেশি তথ্য  বহুল করে সাজাবো। তো, ভাল থেক  সবাই । আর সময়টা লেখাপড়ার সাথেই থেক ।

আসসালামু আলাইকুম

 

( দুনিয়া ক্ষনস্থায়ী এখানে কেউ চিরদিন থাকতে পারবে না তাই সময় থাকতে আখেরাতের কামাই করে নাও।)

 

 

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস