সম্মানীত পাঠক বন্দুরা , আপনারা হয়ত অনেকেই নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন । কিন্তু চিন্তিত কি কম্পিউটার কিনবেন , তাই নিয়ে । অথবা কত দামের মধ্যে কিনবেন অথবা কি দেখে কিনবেন ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক ভাবে আমরা নতুন কিছু কিনতে গেলে এরকম ভেবেই থাকি। এটাই স্বাভাবিক । তাই আজ আমি এ প্রশ্ন গুলোর সমাধান দেব।আশাকরি আপনারা এতে অনেক উপকৃত হবেন। যদি কোনও ভুল হয় তাহলে অবশ্যই জানাবেন । এবং আজকের পোাস্টটি ভাল লাগলে তাও জানাবেন। আপনাদের মতামত অবশ্যই কাম্য।আমার আজকের এ পোস্টটি আরও পাওয়া যাবে learningbd1994.blogspot.com এ । তাই চাইলে একবার সেখানথেকও ঘুরে আসতে পারেন। আশা করি অনেক ভাল লাগবে। তো ,কথা না বড়িয়ে শুরু করা যাক..............
***.নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন তাহলে শুরুতেই ঠিক করুন কি কিনবেন।কেননা কম্পিউটার বলতে বুঝায় ডেস্কটপ এবং ল্যাপটপ ইত্যাদি। তাই আপনি কোনটা কিনবেন। সেটা আগে ঠিক করুন যদি সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ে যান তাহলে আমি বলে দেই , আপনি যদি আমার সিদ্ধান্ত পছন্দ করেন তাহলে আমি বলব ল্যাপটপ কিনতে । ভাবছেন কেন বললাম ?? চিন্তা নেই ,তাও বলছি। শুনুন ....
ল্যাপটপ: ল্যাপটপ কেনার কিছু উপকারিতা আছে । যেমন,
1.সহজে বহন করা যায়। একজায়গা থেকে চাইলে অন্য কোথাও নেয়া যায়।
2.আপনি যেখানে খুশি সেখানে বসে এটা ব্যাবহার করতে পারবেন। বাসায় বোড়িং লাগছে তাহলে পার্কে চলে যান, কিংবা আশে পাশের মাঠে চলে যান।
3. অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার। ইত্যাদি অনেক সুবিধা আছে ল্যাপটপে যা আপনি ডেস্কটপে পাবেন না।
অতএব , খাবেন ই যখন কাচা আম খান তাই কিনবেনই যখন ল্যাপটপ ই কিনুন।
***.এবার আপনি ঠিক করুন আপনার বাজেট কত ? কেননা আপনার বাজেটের উপর নির্ভর করে ল্যাপটপের কনফিগারেশন। তাই বাজেট অত্যন্ত গুরুত্ব পূর্ন বিষয়। আমি এখানে কিছু ল্যাপটপের বাজেট উল্লেখ করলাম আপনার সুবিধার্থে।দেখুন
1.কোয়াড কোর প্রসেসর কিনলে 25000(সর্বোচ্চ) ,এর কমেও পাওয়া যাবে।যেমন ,22000,24000 এতেও আপনি ভাল কোয়াড কোর প্রসেসর এর ল্যাপটপ পাবেন।
2.যদি কোর আই থ্রি কিনতে চান তাহলে আপনার বাজেট একটুবাড়াতে হবে।এই ধরুন ,31000,35000,39000 এরকম । এর ভিতর আপনি অনেক ভাল মানের কোর আই থ্রি ল্যাপটপ পাবেন। আর যদি কোর আই ফাইব, কিংবা কোর আই সেভেন কিনতে চান তবে তার দাম একটু ব্যতিক্রমী । যেমন, 189000 টাকাও আছে , আবার 89000 টাকাও আছে। তবে যদি আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনতে চান তাহলে অবশ্যই আমি বলব কোর আই থ্রি ই আপনার জন্য বেস্ট হবে। আর যদি সখ পুরন করার জন্য ই শুধু কিনতে চান তাহলে আপনি কোয়াড কোর প্রসেসরটা নিতে পারেন। যেমন, আমি চালাই কোয়াড কোর এর ল্যাপটপ । ব্রান্ড এইচ পি। অনেক ভাল সার্ভিস পাচ্ছি । তবে যারা গ্রাফিক্স এর কাজের জন্য কিনবেন তারা কোর আই ফাইব টা নিলে ই ভাল হবে।
3.এখন ভাবছেন কোন ব্রান্ড টা নিবেন? কি?ব্রান্ড নিয়ে চিন্তা আর না আর না । চলে এলো বাজারে অত্যাধুনিক মানের অনেক ভাল ভাল ব্রান্ডের ল্যাপটপ। চলুন , আমি যদি আপনাদের বলে দেই সব থেকে ভাল ব্রান্ডের নাম তাহলে কেমন হবে? কি বলব? কি ভাবছেন ? ভাই আবার কোনটা বলবে? না আবার কমিশন খেয়ে খারাবটা কিনতে বলবে? চিন্তা করবেন না । ভয় নেই, আমি এরকম কিছুই বলব না, তবে আমি আপনাদের শুধু নাম বলে দেই ,আপনারা যাচাই করবেন , কেমন হয় তাহলে ? চলুন তই করি...........
আমি যে নাম গুলো বলব সব ই ভাল মানের ব্রান্ড , চাইলে যে কোনটা নিতে পারেন, যেমন,
এইচ পি, এসার , আসুস, লিনোভো , সব থেকে ভাল হবে।এর বাইরে না কেনা্ই ভাল । তবে যদি আপনি কিনতে চান,তাহলে , ডেল কিনতে পারেন।
এই গেল কেনার আগ পর্যন্ত পর্যালোচনা । এখন ই আসল ব্যাপারটা চলে আসবে। কেননা সব জায়গাতেই কিন্তু বাটপার এর অভাব নেই । তাই সাবধান । যখন কিনতে যাবেন তখন ভাল ভাবে যাচাই বাচাই করে কিনবেন। বিশেষ করে আপনি যেটা কিনতে যাচ্ছেন তার কনফিগারেশন চেক করে আনবেন।
অনেক বড় হয়ে গেছে তাই আজ আর না চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করে কিনতে পারেন , কেননা আমার অনেক বন্দু আছে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার । তাই আমি আপনাকে ভাল উপদেশ দিতে পারব বলে আশা করি । তাছাড়া আমি নিজেও অনেক বছর যাবৎ এ নিয়ে জানার চেষ্টা করছি । তাই চাইলে যোগাযোগ করতে পারেন, এই ঠিকানায় ( learningbd1994.blogspot.com ) or facebook ( Md.Aminul islam)
অথবা কমেন্ট করে আপনান প্রশ্ন করেও জানতে পারবেন , আমি আপনার উত্তর দিয়ে দিব । ইনশাআল্লাহ। তো সবাই ভাল থাকবেন, পরে আবার দেখা হবে। ইনশা আল্লাহ .........আর সবাইকে টেকটিউনস ও learningbd1994.blogspot.com এর পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ
( আসসালামু আলাইকুম )
( দুনিয়া ক্ষনস্থায়ী তাই যত পার ভাল কাজ কর আর বেশি বেশি আল্লাহকে ভয় কর । তাহাতে তুমি পরিত্রান পাইবে)
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই কমেন্টস করে সবার মতামত জানাতে কিনতু ভুল করবেন না। আর পারলে একবার ভিজিট করে আসবেন, learningbd1994.blogspot.com এ আশা করি অনেক ভাল লাগবে।