Brain Games (মস্তিস্ক চর্চা) পর্ব ৪

আসসালামু আলেইকুম। সবাই কেমন আছেন? গত টিউনে brain games এর ৪ টি সমস্যা দিয়েছিলাম। আজকের পর্বে আরো ৪ টি রহস্য দেবো।  আমরা কেনো মস্তিস্ক চর্চা করবো এবং এটা মাদের মস্তিস্কে কতটা প্রভাব ফেলবে তা গত টিউনে লিখেছিলাম। এটি চর্চার আগে তা জেনে না থাকলে আগের টিউন টি দেখে নিন। গত টিউন এর লিঙ্ক এখানে ক্লিক করুন

 

Lesson 17

আব্দুল্লাহ আল মামুন একজন বিখ্যাত পুলিশ গোয়েন্দা। তেল চুরির পেছনে অপরাধির বড় একটি চক্রকে ধরতে তাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি কেস হাতে নিতে হয়। চুরির পেছনে ৩ অপরাধীকে সাস্পেক্ট করেন তিনি। এরা হল John Bill এবং Carl। কিছুক্ষনের মধ্যে পুলিশের এক সহকারি তার কাছে একটি চিঠি এনে দিলো সেখানে বিভিন্ন সংখ্যাতে লেখা কি সব হিজিবিজি। এটি দেখে কিছুক্ষনের মধ্যে পুলিশ মুল অপরাধিটিকে ধরে ফেললেন। সংখ্যা টি দেখতে ভিডিও দেখুন এবং বলুন তো মুল অপরাধি টি কে??

Brain Games টি animation আকারে দেখতে

Lesson 18

অফিসরুমে একটি লাশ পাওয়া যায়। ঘটনার তদন্ত করতে পুলিশের উপস্থিত সেখানে। ৩ জনকে সন্দেহ করা হয়েছে এই খুনের পেছনে। তারা হলো Oliver, Emma আর Jason। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় Oliver আর Emma কে নার্ভাস দেখাচ্ছিলো। মৃত্যুর পুর্বে Victim কোনো না কোনো ভাবে তার রক্ত দিয়ে কেলেন্ডারে কিছু সংখ্যা লিখে যেতে সক্ষম হন। সেই সংখ্যা গুলো ছিলো 1 4 9 10 11, এখন প্রশ্ন হচ্ছে আপনি খুনিকে কিভাবে বের করবেন?

Brain Games টি animation আকারে দেখতে

Lesson 19

আপনি একটি মরুভুমিতে হারিয়ে গিয়েছেন। ৩ দিন ধরে হাটছেন নিজের জীবন কে বাজি রেখে। জীবন একেবারে আপনার প্রতি অবিচার করেনি। কিছুদুর সামনেই একটি লোকালয় দেখা গেলো। এবার গেটের সামনে যেতেই সেখানকার এক প্রহরি আপনাকে আটকে দিলো। কিন্তু আপনাকেও ভেতরে যেতেই হবে নিজের জীবনকে বাচাতে চাইলে। প্রহরি আপনাকে একটি গেম খেলতে চেলেঞ্জ জানালেন। যদি জিততে পারেন তবে আপনাকে সে ভিতরে যেতে দেবে। খেলাটি খেলতে হয় একোটি গোল টেবিলের ওপর। খেলাটির নিয়িওম আপনাকে প্রথমে ১০ টি কয়েন দেওয়া হবে এবং সেই প্রহরির কাছেও ১০ টি কয়েন থাকবে। আপনি একবার কয়েন টেবিলের ওপর ফেলবেন এবং সেও একবার কয়েন টি টেবিলের ওপর ফেলবে। তবে এখানে শর্ত হলো আপনার কয়েনটি তার কয়েনের ওপর পরা যাবে না। বা কয়েনটি এমন জায়গায় ফেলা যাবে না যেখানে টেবিলের প্রান্তে আপনার কয়েনটি বের হয়ে থাকে। এভাবে দুজনেই কয়েন ছুড়ে ফেলার পর আপনার শেষের কয়েনটি যদি টেবিলে ফেলার জায়গা না থাকে তবে আপনি হেরে যাবেন। প্রহরি এই খেলাতে খুবই দক্ষ। সে চেলেঞ্জ দিলো প্রথম চালটি আপনাকে দিতে দবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে জিতবেন?

Brain Games টি animation আকারে দেখতে

 

Lesson 20

গ্রামে একটি লাশ পাওয়া যায়। সঙ্গে মাটিতে পায়ের ছাপ আর তার সাথে একটি সমান্তরাল রেখা। ঘটনার তদন্ত করতে সেখানে পুলিশের উপস্থিতি। পুলিশ সিদ্ধান্ত নিলো পুরো গ্রাম খুজবে। সমস্যা হলো গ্রামে যতগুলো মানুষ রয়েছে এদের মধ্যে খুনিকে বের করা অনেক কঠিন একটি ব্যাপার। তারপরেও পুলিশ ধরে ফেলল কে খুনটি করেছে। ভিডিও টি দেখে খুনিকে ধরতে পারলে আমাদেরকে জানাবেন।

Brain Games টি animation আকারে দেখতে

ভালো লাগলে একবার আমাদের চেনেল টি ঘুরে আসবেন

https://www.youtube.com/channel/UCL4BHhZqOn9f64OGvpAlMEw

Level 1

আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস