Brain Games (মস্তিস্ক চর্চা) পর্ব ৩

Lesson 13

শনিবার সকাল ৮ টা, জাহাঙ্গির সাহেব এর লাশ মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ঘটনার তদন্ত করতে পুলিশের আগমন। পুলিশ জানতে পারে জাহাঙ্গির সাহেবকে কেউ হত্যা করে যখন তার স্ত্রি ঘুমিয়েছিলো। পুলিশ এসে জাহাঙ্গীর সাহেবের স্ত্রিকে ডাকে সম্পুর্ন বিবরন টি শোনার জন্য। যদিও তার মানুষিক অবস্থা ভালো না তারপরেও পুলিশের তদন্তের স্বার্থে সে বলতে থাকে

রাধুনি রান্না করছিলো
কাজের মেয়ে ঘর পরিস্কার করছিলো
কাজের ছেলে চিঠিপাঠাতে গিয়েছিলো

পুলিশ কিছুক্ষনের মধ্যে ধরে ফেললেন এখানে কে খুনটি করেছে।

বলুন তো কে খুনি???

বাংলায় animation আকারে দেখতে

Lesson 14

বছরের প্রথম দিন। স্কুলে একটি মেয়ের লাশ পাওয়া যায়। আপনি একজন বিখ্যাত গোয়েন্দা হওয়ায় তদন্তের ভার আপনার ওপর। আপনি সেখানে যাওয়ার পর গুরুত্বপুর্ন কয়েকজনের সাথে কথা বললেন।  অর্থাৎ যাদেরকে জিজ্ঞেস করলে ঘটনার তদন্ত করা সম্ভব। এরা হল হেডমাস্টার, নাইট গার্ড, পিয়ন, বাংলার শিক্ষক ও মেয়েটির বেস্ট ফ্রেন্ড। আপনি প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করলেন

হেডমাস্টারঃ আমি সারাদিন অফিসের কাজে স্কুল অফিস রুমেই ছিলাম
নাইট গার্ডঃ আমাকে তো সারারাত জাগতে হয় তাই আমি দিনের বেলায় ঘুমাচ্ছিলাম
পিয়নঃ আমি স্যারদের নির্দেশ অনুযায়ি অফিসের কাগজ পত্র গুছিয়ে দিচ্ছিলাম
বাংলার শিক্ষকঃ আমি অর্ধবার্ষিকি পরিক্ষার খাতার নাম্বার দিচ্ছিলাম

এবার মেয়েটির বেস্ট ফ্রেন্ড ভিত কন্ঠে বলল "আমি সত্যি বলছি আমি সেইদিন স্কুলেই আসিনি"

রহস্য বেশ জটিলতার দিকে যাচ্ছে। আপনি কিছুক্ষন ভেবে দেখার পরেই পেয়েগেলন আসল অপরাধিটি কে। এবার বলুন তো কে আসল অপরাধী ???

 

বাংলায় animation আকারে দেখতে

Lesson 15

শহরের কোনে একটি পার্কে খুন হয় সাহিন নামের একটি যুবক। ঘটনার তদন্ত করতে পুলিশ হাজির হয় সেখানে। মারা যাওয়ার আগে যুবকটি বেঞ্চের ওপর রক্ত দিয়ে কিছু অক্ষর লিখে যায়। এইদিকে পুলিশ সন্দেহ করেছে সাহিনের  ৪ জন বন্ধুকে। এরা হলো Rasel,Nabila,James, Nila। এবার বলুন তো এদের মধ্যে কে এই মৃত যুবকটির খুনি?

বাংলায় animation আকারে দেখতে

Lesson 16

ছাব্বিরের বাসায় লাশ পাওয়া যায়। পাশে একটি টেপ রেকর্ডার ও পাওয়া যায়। পুলিশ টেপরেকর্ডার চালু করতেই প্রায় ছাব্বিরের মতন কন্ঠে শুনতে পায় " এ পৃথিবিতে বেচে থাকার জন্য আর কিছু নেই আর আমার তাই বিদায় নিচ্ছি" এর পরেই একটি গুলির শব্দ এবং আর্তনাদ ভেদি চিৎকার।  পুলিশ কিছুক্ষন ভাবার পর দেখলো কেস টি বেশ জটিলতার দিকে যাচ্ছে। আরো কিছুক্ষন ভাবার পর পুলিশ বের করে ফেললো এটি আসলে সুইসাইড নয় এটি একটি খুন। প্রশ্ন টি হচ্ছে পুলিশ কিভাবে বুঝলো এটি একটি খুন?

 

বাংলায় animation আকারে দেখতে

ভালো লাগলে একবার আমাদের চেনেল টি ঘুরে আসবেন

https://www.youtube.com/channel/UCL4BHhZqOn9f64OGvpAlMEw

Level 1

আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস