আসসালামু আলেইকুম। সবাই কেমন আছেন? গত টিউনে brain games এর ৪ টি সমস্যা দিয়েছিলাম। আজকের পর্বে আরো ৪ টি রহস্য দেবো। আমরা কেনো মস্তিস্ক চর্চা করবো এবং এটা মাদের মস্তিস্কে কতটা প্রভাব ফেলবে তা গত টিউনে লিখেছিলাম। এটি চর্চার আগে তা জেনে না থাকলে আগের টিউন টি দেখে নিন। গত টিউন এর লিঙ্ক এখানে ক্লিক করুন
Lesson 9
আসিফ সুন্দর একটী বাড়ি কিনেছে। বাড়ির সামনে সুন্দর ফুল গাছ, জানালা গুলো কাছের এবং সুধু মাত্র ভেতর থেকে লক করা যায়। দরজাটাও বেশ সুন্দর। আসিফ ঠিক করলো এই নতুন বাড়ি কেনা উপলক্ষে সে পার্টি দেবে তার বন্ধুদের নিয়ে। সে অনুযায়ি সে বাজারে চলে গেলো এবং সব কিছু কিনে আনলো। বিকেলে আসিফের নিমন্ত্রনে তার বন্ধু সুভো আর নাইলা চলেও এলো। খাওয়া-দাওয়া আড্ডা বেশ কিছুক্ষন ভালোই চললো। এরপর সুভো একটু বেশি মদ পান করে ফেলে উগ্র আচরন করতে থাকে আসিফের ওপর। সকল রাগ ক্ষোভ প্রকাশ পেতে থাকে। এরপর সব কিছু স্বাভাবিক হলে বাসায় চলে যায়। এর পরের দিন আসিফের মৃত শরির পাওয়া যায় তার বাসায়। ঘটনার তদন্ত করতে পুলিশ উপস্থিত হয় সেখানে। এবং নাইলা ও সুভোকেও ডাকা হয়। পুলিশ প্রথমে সুভোর কাছ থেকে জানতে চায় সেদিন ঠিক কি হয়ছিলো।
সুভোঃ আমি আসিফের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলি এইজন্য খুব অনুতপ্ত বোধ করছিলাম। তাই ভাবলাম গিয়ে মাফ চাইবো। নাইলাও আমাকে একই কথা বলেছিলো মাফ চাওয়ার জন্য। আমি মাফ চাইবো জেনে সেও খুশি হয়। তারপর বাসায় এসে দেখি দরজা বন্ধ। কয়েকবার ডেকেও সাড়া পেলাম না। আসিফ কক্ষনো এমন করে না। আসিফের কিছুহলো কিনা ভবে জানালা দিয়ে ঘরে ঢুকলাম। ঢুকেই দেখি নাইলার হাতে রক্তাক্ত ছুড়ি। মেঝে রক্তে ভেসে গেছে
এবার নাইলা যত দ্রুত এবং এক্সাইটেড হয়ে কথা বললো তাতে মনে হলো সুভোকে সে ফাসাচ্ছে। কেননা নাইলার কথা সুভোর কথার সম্পুর্ন বিপরীত।
নাইলাঃ আমি বাসায় এসে দেখি দরজা খোলা। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কারো সারাশব্দ না পেয়ে ডাইরেক্ট ঘরের মধ্যেই ঢুকে পড়লাম। ঢুকেই দেখি সুভোর হাতে রক্তাত ছুড়ি।
ঘটনাটা বেশ রহস্যময় হয়ে উঠছে পুলিশের কাছে। তবে কিছুক্ষন ভাবার পর সে মুল অপরাধিটিকে ধরে ফেললেন। বলুন তো অপরাধীটিকে এবং কিভাবে পুলিশ তাকে ধরে ফেললো?
বাংলায় animation আকারে দেখতে এখানে
Lesson 10
একটী বহুতল ছাদ থেকে কেউ এইকজন লাফ দিয়ে আত্যহত্যা করেছে। ঘটনার তদন্ত করতে পুলিশ এবং একটি গোয়েন্দা উপস্থিত হয় সেখানে। গোয়েন্দা গাড়ি থেকে নেমে তারপর সেই বিল্ডিংএর ভেতর চলে যায়। তারপর প্রতিটি জানালা খুলে কি জেনো একটি জিনিস দেখতে থাকে তারপর নিচে চলে এসে পুলিশকে জানায় এটি আত্যহত্যা নয় এটি একটি খুন
প্রশ্ন হচ্ছে গোয়েন্দা কিভাবে বুঝলো এটি আত্যহত্যা নয় এটি একটি খুন???
বাংলায় animation আকারে দেখতে এখানে
Lesson 11
আপনি শনিবার সকালে এলেন আপনার স্টোররুমে কিছু জিনিসপত্র রাখতে। এবং এসেই তালা খুলে তালাটি দরজায় ঝুলিয়ে রেখে ভেতরে গেলেন। তারপর এসে দরজাটি লাগিয়ে তালা মেরে বাসায় চলে গেলেন। পরের দিন আপনাকে পুলিশ ডাকলো। আপনার স্টোর রুমে একটি লাশ পাওয়া গেছে। এখন খুনটি কিভাবে হলো আপনি নিজেও জানেন না। কেননা আপনার ঘর আপনি বন্ধ করেই বাসায় গিয়েছিলেন। আর বলে রাখা ভালো যে আপনি যে তালাটি ব্যবহার করছেন তার নকল চাবি পৃথিবিতে একটিও নেই। আর আপনার ঘরে পাওয়া গেছে লাশ। এখন সকল দোষ আপনার ঘাড়েই। অথছ আপনিও খুন টি করেন নি। আপনি যখন স্টোর রুমে ঢোকেন তখনো কেউ ঘরের ভেতর লুকিয়েছিলো না এটাও আপনি জানেন। এবং আপনার ঘরের জানালা দিয়ে অপরাধির ঢোকাও অসম্ভব। সব কিছুই আপনার বিপক্ষে যায়। তাহলে এখন পুলিশকে কিভাবে বোঝাবেন আপনি অপরাধী নন? কিভাবে বুঝাবেন আরো একটি উপায় খুন টি হতে পারে?
বাংলায় animation আকারে দেখতে এখানে
Lesson 12
আব্দুল সাহেব ছুটির দিনে একটি রাউন্ড হাউজে তার পরিবার সহ ঘুরতে এসেছেন। আর তারপরেই খুন হন আব্দুল সাহেব। ঘটনার তদন্ত করতে পুলিশ উপস্থিত হয় সেখানে। প্রত্যেকের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে
ছেলেঃ আমি টিভি দেখছিলাম
কাজের মেয়েঃ ম্যাডাম ঘর পরিস্কার করতে বলায় আমি ঘরের কর্নার পরিস্কার করছিয়াল্ম
আব্দুল সাহেবের স্ত্রি জানালো সে রান্না করছিলো
কেয়ারটেকারঃ স্যার আমাকে বাগানে পাঠিয়েছিলো
কিছুক্ষন ভাব আর পর এবার পুলিশ আসল অপরাধিটিকে ধরে ফেললেন।এখন প্রশ্ন হচ্ছে পুলিশ কিভাবে বুঝলো এটিই আসল অপরাধী?
বাংলায় animation আকারে দেখতে এখানে
ভালো লাগলে আমাদের চেনেল টি একবার ঘুরে আসবেন
আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।