How to Hide or Unhide Hard Disk Drives From “My Computer”

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালা আছেন। আমি আগের একটি টিউনে "কিভাবে Control Panel থেকে কোনো Program Hide or Unhide করা যায়" সেটি দেখিয়েছি। আশা করি সবার কাছে আমার টিউনটি ভালো লেগেছে। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টিউন লিখতে যাচ্ছি সেটি হলো "কিভাবে My Computer থেকে যেকোনো ড্রাইভ Hide or Unhide করা যায়।" আপনারা জানেন আমাদের পিসি তে My Computer এ অনেকগুলো ড্রাইভ থাকে। এখানে আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, ভিডিও, অডিও, ছবি ইত্যাদি সংরক্ষণ করে রাখি। কিন্তু অনেক ক্ষেত্রে অামরা এগুলো গোপন করে রাখতে চাই। যাতে কেউ আমাদের পিসি বা ল্যাপটপ ব্যবহার করার সময় এগুলো নষ্ট করতে বা ডিলিট করতে না পারে। তো চলুন কিভাবে এটি করা যায় সেটি দেখে আসি:

  • Hide করার নিয়ম:

  1. প্রথমে আপনার My Computer Menu থেকে যে ড্রাইভটি Hide করতে চান সেটি দেখে নিন। তারপর সেখান থেকে বেরিয়ে আসুন। (আমি এখানে ENJOY (E:) ড্রাইভটি বেছে নিয়েছি)
  2. তারপর My Computer/Computer Menu এর উপর মাউস এর Right Button এ ক্লিক করে Manage Option টি বেছে নিন।
  3. সেখানে Computer Management ফাইল ওপেন হবে। সেখান থেকে Disk Management Option টি তে ডাবল ক্লিক করে ওপেন করুন।
  4. এখানে আপনার Computer এর ড্রাইভগুলো দুই জায়গাতে Show করবে। উপরে এবং নিচে।
  5. সেখান থেকে আপনি আপনার ইচ্ছামতো উপরের অথবা নিচের ড্রাইভগুলো থেকে আপনি যে ড্রাইভটি Hide করতে চান তার উপর মাউস এর Right Button এ ক্লিক করে Change Drive Letter and Paths... Option টি বেছে নিন।
  6. সেখানে যে ফাইলটি ওপেন হবে সেখান থেকে Remove Option টিতে ক্লিক করুন।
  7. Remove Option এ ক্লিক করার পরে আপনাকে Disk Management থেকে একটি সতর্ক বার্তা দিবে। এখানে আপনি Yes Option এ ক্লিক করে দিলেই আপনার ড্রাইভটি Hide হয়ে যাবে। তারপর Computer Management থেকে বেরিয়ে আসুন।
  8. তারপর আপনি অাপনার Computer এ গিয়ে দেখুন আপনার বাছাইকৃত ড্রাইভটি Hide হয়ে গেছে।

[বিঃদ্রঃ আপনি যে ড্রাইভটি করবেন খেয়াল রাখবেন সেটির কোনো ফাইল যেনো ওপেন অথবা চালু না থাকে। চালু থাকলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে।]

  • Unhide করার নিয়ম:

  1. উপরের নিয়মানুসারে ২নং থেকে ৫নং নিয়ম পর্যন্ত সকল নিয়মগুলো আবার সঠিকভাবে সম্পন্ন করুন।
  2. এখানে আগের মতনই একটি ফাইল ওপেন হবে। এখানে Remove এর পরিবর্তে Add... Option এ ক্লিক করুন।
  3. তারপর OK Option এ ক্লিক করুন। এবং Computer Management থেকে বেরিয়ে আসুন।
  4. এবার আপনার Computer Menu তে গিয়ে দেখুন আপনার হাইডকৃত ড্রাইভটি Unhide হয়ে গিয়েছে।

আশা করি আমার এ টিউনটি আপনাদের সবার পছন্দ হবে। আর যদি কোনো ভূল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই Comment করে জানাবেন। আমি সমাধান করে দেওয়ার চেষ্ট করা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

 

Follow Me On Facebook

Level 1

আমি কাজী কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস