বিনামূল্যে টেলিটকের নতুন প্যাকেজ অপরাজিতা (১জিবি-৮টাকা, ২জিবি-১৪টাকা)। জেনে নিন এই প্যাকেজের সব খুঁটিনাটি।

টেলিটক নিয়ে আসলো নারীদেরজন্য দারুণ এক প্যাকেজ। অপরাজিতা নামে বিনামূল্যের এই প্যাকেজে অন্যান্য যে যে সুবিধা পাচ্ছেন তা হলঃ

ফিচার:

বিনামূল্যে নতুন সংযোগ।
৯৯টি এফএনএফ।
২৯ বা ৯৯ টাকা রিচার্জে সর্বনিম্ন কলরেট।
১জিবি-৮টাকা, ২জিবি-১৪টাকা।
এসএমএসঃ ৪০ পয়সা/যেকোন অপারেট।

সিম নিয়ে গুরুত্বপুর্ণ বিষয়ঃ 

***শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন।

নাম্বার অপরিবর্তিত রেখে অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য NID কার্ড ও ২ কপি ছবি সহ নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। এবং নতুন সিমের জন্য NID কার্ড ও ২ কপি ছবি সহ যেকোনো নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার /কাস্টমার কেয়ার পয়েন্ট/রিটেইলার পয়েন্ট এ যোগাযোগ করতে হবে।

আপনি যেকোন কাস্টমার কেয়ারে অথবা ডিলার পয়েন্ট অথবা রিটেইলার পয়েন্ট থেকে সিমটি নিতে পারবেন। আপনি যদি অন্য সিম থেকে অপরাজিতা সিমে মাইগ্রেট করতে চান তাহলে আপনার সেই টেলিটক সিম, ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি নিয়ে কাস্টমার কেয়ারে যেতে হবে।আর যদি আপনি নতুন সিম নিতে চান তাহলে যেকোন কাস্টমার কেয়ারে অথবা ডিলার পয়েন্ট অথবা রিটেইলার পয়েন্ট থেকে সিমটি নিতে পারবেন। সেক্ষেত্রে অন্য টেলিটক সিম লাগবে না।

অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন।

স্টার্ট-আপ বোনাসঃ 

১। গ্রাহক ১০ টাকা প্রিলোডেড এমাউন্ট হিসেবে পাবেন।

২। প্রিলোডেড অ্যামাউন্টের মেয়াদ ৯০ দিন।

৩। গ্রাহক ১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন।

৪। ফ্রি মিনিট  ও ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু করে ৭ দিন

স্পেশাল ডাটা অফারঃ

১। অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন।

২। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবেনা।

৩।রিচার্জ অ্যামাউন্টে ভ্যাট,সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত।

২৯ টাকায় রেট কাটারঃ

১। ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট      উপভোগ করতে পারবেন।

২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন।

৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল কলরেটে ফিরে যাবেন।

৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য।

 ৯৯ টাকায় রেট কাটারঃ

১। ৯৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট      উপভোগ করতে পারবেন।

২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।

৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।

৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য।

শর্তাবলীঃ

১। শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন।

২।অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

৩।সর্বনিম্ন মূল্যের ডাটার মেয়াদ ৩ মাস।

অপরাজিতা
ভয়েস কল        রেটসময়সীমা
অন-নেট৬০ পয়সা/মিনিট২৪ ঘন্টা
অফ-নেট৯০ পয়সা/মিনিট
ভিডিও কল (অন-নেট)৬০ পয়সা/মিনিট
FnF৯৯ (যেকোন অপারেটরে)
FnF রেট (অন-নেট)৩০ পয়সা২৪ ঘন্টা
FnF রেট (অফ-নেট)৬০ পয়সা
এসএমএস ৪০ পয়সা(যেকোন অপারেটরে)২৪ ঘন্টা
পালস১ সেকেন্ড
এমএমএস১ টাকা
পে-পার-ইউজ রেট০.০১ পয়সা / ৩০ KB

*সকল ট্যারিফে VAT,SD ও SC প্রযোজ্য

Level 0

আমি আমিন কায়সার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস