How to Hide or Unhide Programe From Control Panel

আশাকরি সবাই ভালা আছেন। অাজকে আমি আমার প্রথম টিউনটি প্রকাশ করতে যাচ্ছি। যদি কোনো ভুল-ভ্রান্তি হয় তহলে ক্ষমা করবেন এবং অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন। যাতে পরবর্তীতে আরো সুন্দর ও সঠিকভাবে টিউন প্রকাশ করতে পারি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো "কিভাবে Control Panel থেকে কোনো Program Hide or Unhide করা যায়"। তো চলুন শুরু করা যাক:

  1.  প্রথমে আপনি আপনার Control Panel থেকে আপনি যে Program টি Hide করতে চান সেটি দেখে নিন এবং সেটির নামের বানান ভলোভাবে দেখে নিন। (অামি এক্ষেত্রে BijoyBayanno বাছাই করেছি)
  2. তারপর Start Menu তে গিয়ে Run Option এ যান। সেখানে Open Box এ regedit লিখে OK Option এ ক্লিক করুন। তারপর Yes Option এ ক্লিক করুন।
  3. সেখানে Registry Editor File Open হবে। সেখান থেকে Edit Option এ গিয়ে Find. Option এ ক্লিক করুন। (দ্রুত কাজ করার জন্য কীবোর্ড এ Ctrl+F Button চাপুন)
  4. তারপর Find What Box এ আপনার Program টির নাম এর বানান সঠিকভাবে লিখে Find Next Option এ ক্লিক করুন।
  5. তারপর সেখানে আপনার Program এর সকল তথ্য চলে আসবে। সেখান থেকে Product Name এর উপর Mouse এর Right Button ক্লিক করে Modify Option এ ক্লিক করুন।
  6. এরপর Edit String Option এ Value Data Box এ আপনার Program টির নাম ভালোভাবে Copy করে রাখুন অথবা মনে রাখুন। যাতে পরবর্তীতে Unhide করার সময় Program টির নাম সঠিকভাবে দিতে পারেন।
  7. তারপর Value Data Box থেকে আপনার Program টির নাম ডিলিট করে দিন। এবং OK Option এ ক্লিক করুন।

এভাবে আপনি আপনার Computer এর Control Panel থেকে আপনার ইচ্ছামতো যেকোনো Program Hide করতে পারেন।

  • আর Unhide করার জন্য প্রথম থেকে সকল Step গুলো সম্পন্ন করে Value Data Box এ আপনার Program টির নাম সঠিকভাবে বসিয়ে দিয়ে OK Option এ ক্লিক করলেই আপনি আবার আপনার Program টি Unhide করতে পারবেন। (আপনি Unhide করার সময় Value Data Box এ যে নামটি দিবেন সেটিই Control Panel এ Program টির নাম হিসাবে Show করবে। )

আশা করি আমার প্রথম টিউনটি আপনাদের সকলের পছন্দ হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই Comment করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভলো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Level 1

আমি কাজী কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস