Avira Antivirus update করা যাচ্ছে না

আমি আগে AVG FREE anti virus ব্যবহার করতাম। কিন্তু ফোরামে বিভিন্ন জনের পরামর্শ ও ranking দেখে Avira Antivir Personal (9.0.0.394)ব্যবহার শুরু করি। কিন্তু  install করার পর হতে Avira  ইন্টারনেট হতে সরাসরি update করা যাচ্ছে না। কেবল hard disk হতে Manually update করা যাচ্ছে, যা খুবই ঝামেলার এবং সম্ভভত অনিরাপদও। খুব বিপদে আছি, তাই এই ব্যপারে আপনাদের সাহায্য কামনা করছি। please…

Level 0

আমি সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সৈকত ভাই, বাসায় নিশ্চই ইন্টারনেট আছে? তাহলে আমারব্লগ সাইটে যান, সেখানে গিয়া এক দুই পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন এক মূল্যবান আর্টিকেল, যার নাম NOD32 The best antivirus yet… এই পোষ্টটিতে ডাউনলোড লিংকও দেয়া আছে। আমি নিজে ব্যবহার করছি, ভাইরাস আসে আর ঘ্যাচাঘ্যাচ কচুকাটা হইয়া যায়। অনলাইন আপডেটও করতে পারবেন।

ও হ্যা, ভুলে গেছি, http://alok-mistry.blogspot.com

ধন্যবাদ অলোক ভাই। কিন্তু আমার AVG free তে ও একই অবস্থা। আমি আভিরা এর সাইট এ FAQ গুলো ব্রাঊজ করে এক জায়গায় দেখলাম যে বলা হয়েছে, কোনপ্রকার malware infection বা কনফ্লিকার ভাইরাস এর আক্রমনে antivirus এর updating কাজ করে না। এর solution এ তারা একটা ধারাবাহিক করনীয় দিয়েছে, যা আমার কাছে খুবই জটিল লাগছে। বিকল্প অন্য কোন উপায় থাকলে বা অন্য কোন টিপস জানালে খুবই উপকার হত।

দেখেন, ভাই, আমিও অ্যাভিরা ব্যবহার করি। আমার টাও আপডেট হয় না। সমস্যার সমাধান কেউ দিলে খুশি হব। কিন্তু If you can update from the Harddisk, I think u should do so, coz it’s the easiest. Anyway, as much as I am concerned, This is their server problem, not ours. So choose a time when their server is less busy and try to update. That works! Thanks!

ভাই ভাইরাস খুবই ঝামেলার বিষয়।দেখি আলোক ভাইয়ের ব্লগে গিয়ে কোন উপকার হয় কিনা।