টেকটিউনস এর টিউনার বন্ধুরা আমি Shawan যে কিনা টেকটিউনস এর স্যাটেলাইট বিভাগের বেশির ভাগ লেখা গুলো লিখেছিলাম। আমি এখন ঢাকায় অবস্থান করছি। এখানে আমি একটি বড় ধরনের ঝামেলায় পরেছি। আমার একটি Software খুব জরুরী প্রয়োজন। কিন্তু সেটি শুধু মাত্র Torrent Rapidshare সাইটেই পাওয়া যায়। Torrent Rapidshare সাইট থেকে কিছু Download করার জন্য আগে Sign Up করতে হয় এবং 3-10 ডলার পর্যন্ত ফি প্রদান করতে হয়। আমার কাছে Cradit Card বা Online Account কোনটাই নেই যার জন্য আমি Torrent Rapidshare সাইটে Sign Up করতে পারছি না।
টিউনার বন্ধুরা আপনাদের মধ্যে যাদের Cradit Card বা Online Account আছে তারা কি অনুগ্রহ পুর্বক আমাকে সাহায্য করবেন ? যদি Torrent Rapidshare সাইটে Sign Up করে সফটঅয়্যারটি ডাউনলোড করে দেন তাহলে আপনার যা খরচ হবে আমি তা অবশ্যই পরিশোধ করব। এর জন্য সামনাসামনি দেখা করার দরকার হলে আমি করব।
সবশেষে টিউনার বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আপনাদের মধ্যে যাদের Cradit Card বা Online Account আছে তারা Plz তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন।
ও হ্যাঁ আমার আরো নতুন কিছু লেখা আসছে স্যাটেলাইট এবং সফটঅয়্যার বিভাগের জন্য। আমি কিছু Uncommon কিন্তু কাজের সফটঅয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সবাইকে শুভেচ্ছা।
আমার সাথে যোগাযোগের করুনঃ 01717013126 (Mobile)
[email protected] (E-Mail)
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Software এর নাম কন