আমাদের প্রিয় # Techtunes। ৫ মিনিট পড়ার কি সময় হবে ? #অফ_টপিক

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন।
অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে একটু #অফ_টপিক বিষয় নিয়ে কথা বলবো। জানি না, টিউন করার পর #এডমিন ভাই টিউন টি রাখবেন কি না! #এডমিন ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ একটু ভালো করে টিউনার কথা গুলা খতিয়ে দেখবেন।
আমি যখন নবম শ্রেণীর ছাত্র ছিলাম তখন থেকে #প্রিয়_টেকটিউনস ফলো করি। তবে গত ৬-৭ বছর ধরে নানান ব্যাস্ততার কারণে টেকটিউনসে রেসগুলার আসা হয় না।
কিছু দিন ধরে দেখতেছি টেকটিউনস এর #থিম চেঞ্জ করেছে। আমার ব্যক্তি গত মতামত হিসেবে তেমন একটা ভালো লাগে নাই। তার কারণ হলো -
আগেই থিম টাই বেটার ছিল।
এখন সাইটে ক্যাটাগরি ওয়াইস টিউন দেখতে ঝামেলা হয়।
সাইটে পেজ লোড হয় প্রচুর।
যার কারণে ভিজিটর বিরক্তি কর হয়। ব্যক্তি গত ভাবে আমি নিজেই। এগুলা আমার নিজের মতামত দিলাম।
টপিক ২ :
সাইটের যেকোনো ধরণের টিউন দেয়া যায় এমন কি যেকোনো ধরণের লিংক ও। যার ফলে আজেবাজে টিউন এর সংখ্যা বেশি।
আজে বাজে টিউন এর কারণে কেউ ভিজিট করতে চায় না।
আর ভিজিটর না থাকার ভালো ভালো টিউন এর কোনো মূল্য থাকে না। যার কারণে এখন আর ভালো টিউন হয় না।
সাইটে অনেকেই ইউটুবে এর ভিডিও প্রমোট করে। যে গুলো আসলেই ভিত্তিহীন।
টপিক ৩ :
মানুষ #TT আসে কিছু শেখার জন্য। ভালো কিছু না শিখতে পারলে কেউ ভিজিট করে না। আমি আপনাদের কিছু গুরুত্ব স্ক্রিন শর্ট দিচ্ছি ভালো করে দেখুন।

SS1:

SS2:

SS3:

Ss4:

ss5:

SS6:

SS7:

যাই হোক, আমি ছোট্ট মানুষ। আমার কথার দাম কেউ হয়তো দিবেন না। কিন্তু আমি একজন ভিজিটর হিসেবে আমার এটুকু বলার অধিকার আছে। TT অনেক ভালোবাসি। অনেক কিছু শিখছি। কিন্তু এখন অনেক খারাপ লাগে এই অবস্থা দেখে।
#এডমিন ভাই আপনি হয়তো বিষয় টি দেখবেন। আর মনে কষ্ট পেলে কিছু করার নাই আমার। কারণ আমরা যারা ভিজিটর আছি তাদের জন্যই আজ  TT এতো দূর পর্যন্ত। আমরা না থাকলে কিছুই সম্ভব হতো না। অনেক কষ্ট হয় !!
এগুলো আমার ব্যক্তি গত মতামত। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন।

Level 3

আমি টেক খোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মনের কথা বলছেন।

টেকটিউন এ এড দিয়ে ভরে ফেলছে। যেটা ভিজিতর এর কাছে বিরক্তিকর

ভাই, এই প্যাচাল গুলা বহুত হইছে। টিটি এখন তাও ভিসিটর পায়। (স্ক্যামার রাই তাদের খদ্দের)। খুব ভালো কিছু আশা করি না। কি এক মডারেটর বানাইছে, তারা যে কি করে জানি না। তারা উদ্দ্যেমূলক ভাবে এসব করছে। তাই সময় পেলে ইংরেজী ব্লগ পড়ি। নিজের ইংরেজী চর্চাও হয়, ব্লগ ও পড়া হয় সাথে একগাদা ভোকাবুলারী + টেক টার্ম জানা হয়। প্রায় অর্ধ মাস পর এলাম, আপনার কথা গুলো ভালো লাগলো। তাই সাথেই থাকলাম।
বি:দ্র: ইচ্ছা করলেই টি টি কতৃপক্ষ অনেক কিছুই করতে পারে। নিজেদের লাভের জন্য এড দিচ্ছে, মানলাম। কারণ অনেক মেইনটেইন্যান্স কস্ট আছে তাদের। কিন্তু মান হীন কন্টেন্ট কেনো রাখছে তা বোধগম্য নয় আমার কাছে।

শফিউল আজম ভাই,
ভালো কথা বলছেন।আসলে আমরা আমরাই ঠিক নাই।

আমার মতামতটা দিই।

১. টেকটিউনসে প্রথম দৃষ্টিতে ঢুকেই যদি কেউ অ্যাড ও টিউন আলাদা করতে না পারে তাহলে অবশ্যই বিরক্ত হবে। তাই অন্তত প্রথম একহাত জায়গাতে মিনিমাম অ্যাড রাখা উচিত।

২. অ্যাড ও টিউনের জায়গাগুলো প্রথম দৃষ্টিতেই যেন স্পষ্ট হয় এ কারণে টিউনের জায়গা বরাবর টিউন এবং অ্যাডের জায়গা বরারবর অ্যাড বসানো উচিত। Horizontally বা Vertically কখনই টিউন ও অ্যাড যাতে একই লাইনে না পড়ে সেটার ব্যবস্থা করা উচিত।

৩. হোমপেজে অ্যাডের আকার ও টিউনের আকার কখনই একই সাইজের করা উচিত না। এতে তালগোল পাকিয়ে যায়। ভিজিটর বিরক্ত হয়। বর্তমানে এটার কারণেই ভিজিটররা বিরক্ত।

৪. অ্যাডগুলো Varying হলে ভাল হবে। বরং এটা একটা টেকনিকও। হোমস্ক্রিনে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া হবে ততই ক্রমাগতভাবে অ্যাড বাড়তে থাকবে। এতে করে ভিজিটররা অতটা বিরক্তিবোধ করবে না।

৫. ব্লু-হোয়েলের লিংক বলে জরিনার নাচ দেখানো টাইপ টিউন বন্ধ করতে হবে। একটি রিপোর্টিং সেকশান চালু করা যেতে পারে। আর একদিনে যতগুলো নতুন পোস্ট হয় তা যাচাই করে সেটা স্পাম বা স্ক্যাম কিনা সেটা বের করা যেকোন কারো কাছেই সহজ।

৬. স্পনসরড টিউনগুলোর আলাদা লাইনে থাকলে সুবিধা হয়। কারণ, ঢুকে বারাবার একই জিনিস দেখলে সবাই বিরক্তবোধ করে। কারণ, একজন সাধারণ পাঠক বারবার একই টিউন দেখলে বিরক্ত হবেই। তাই নতুন প্রকাশ হওয়া টিউনগুলো যাতে হোমপেইজের প্রথমে থাকে সে ব্যবস্থা করা উচিত।

৭. টিপস & ট্রিকস টিউনের সংখ্যা বাড়ানো উচিত। এগুলোর যে কাউকে সাইটে আগ্রহী করে ফেলতে পারে। আর সেই সাথে কথাবার্তাটাইপ টিউন কমানো উচিন। সেই সাথে ভিডিও টিউনগুলো যেসব সম্ভব, সেগুলো ফটো আকারে করার নির্দেশনা থাকা উচিত। এই দারুণ জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি।

আমার মনে হয় উপরের কাজগুলো করতে পারলে টিটি তার আগের অবস্থায় ফিরে আসবে।