আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন।
অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে একটু #অফ_টপিক বিষয় নিয়ে কথা বলবো। জানি না, টিউন করার পর #এডমিন ভাই টিউন টি রাখবেন কি না! #এডমিন ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ একটু ভালো করে টিউনার কথা গুলা খতিয়ে দেখবেন।
আমি যখন নবম শ্রেণীর ছাত্র ছিলাম তখন থেকে #প্রিয়_টেকটিউনস ফলো করি। তবে গত ৬-৭ বছর ধরে নানান ব্যাস্ততার কারণে টেকটিউনসে রেসগুলার আসা হয় না।
কিছু দিন ধরে দেখতেছি টেকটিউনস এর #থিম চেঞ্জ করেছে। আমার ব্যক্তি গত মতামত হিসেবে তেমন একটা ভালো লাগে নাই। তার কারণ হলো -
আগেই থিম টাই বেটার ছিল।
এখন সাইটে ক্যাটাগরি ওয়াইস টিউন দেখতে ঝামেলা হয়।
সাইটে পেজ লোড হয় প্রচুর।
যার কারণে ভিজিটর বিরক্তি কর হয়। ব্যক্তি গত ভাবে আমি নিজেই। এগুলা আমার নিজের মতামত দিলাম।
টপিক ২ :
সাইটের যেকোনো ধরণের টিউন দেয়া যায় এমন কি যেকোনো ধরণের লিংক ও। যার ফলে আজেবাজে টিউন এর সংখ্যা বেশি।
আজে বাজে টিউন এর কারণে কেউ ভিজিট করতে চায় না।
আর ভিজিটর না থাকার ভালো ভালো টিউন এর কোনো মূল্য থাকে না। যার কারণে এখন আর ভালো টিউন হয় না।
সাইটে অনেকেই ইউটুবে এর ভিডিও প্রমোট করে। যে গুলো আসলেই ভিত্তিহীন।
টপিক ৩ :
মানুষ #TT আসে কিছু শেখার জন্য। ভালো কিছু না শিখতে পারলে কেউ ভিজিট করে না। আমি আপনাদের কিছু গুরুত্ব স্ক্রিন শর্ট দিচ্ছি ভালো করে দেখুন।
SS1:
SS2:
SS3:
Ss4:
ss5:
SS6:
SS7:
যাই হোক, আমি ছোট্ট মানুষ। আমার কথার দাম কেউ হয়তো দিবেন না। কিন্তু আমি একজন ভিজিটর হিসেবে আমার এটুকু বলার অধিকার আছে। TT অনেক ভালোবাসি। অনেক কিছু শিখছি। কিন্তু এখন অনেক খারাপ লাগে এই অবস্থা দেখে।
#এডমিন ভাই আপনি হয়তো বিষয় টি দেখবেন। আর মনে কষ্ট পেলে কিছু করার নাই আমার। কারণ আমরা যারা ভিজিটর আছি তাদের জন্যই আজ TT এতো দূর পর্যন্ত। আমরা না থাকলে কিছুই সম্ভব হতো না। অনেক কষ্ট হয় !!
এগুলো আমার ব্যক্তি গত মতামত। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন।
আমি টেক খোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই মনের কথা বলছেন।