এটা কি Techtunes নাকি Techtubes????

আমার মনে হয় এখন সময় হয়েছে টেকটিউনসের নাম পরিবর্তন করে ফেলার। ৫ বছর ১০ মাস আগে টেকটিউনসে যুক্ত হয়েছিলাম ভাল কিছু শেখার আশায়। সেই সময় গুলতে অনেক কিছু পেয়েছি ও টেকটিউনসের কাছ থেকে। কিন্তু এখন এসব কি হচ্ছে ঠিক বোঝা দায়। সব কিছু ভিডিও সহ। আরে ভাই ভিডিও দিচ্ছেন তাও আবার টেক্সট ফাইলে এ লিখে লিখে। ভাল মত কাজের ভিডিও  তো বানাইতে পারেন না।

 

এরকম চলতে থাকলে দয়া করে টেকটিউনসের নাম টা পরিবর্তন করে টেকটিউবস রেখে দেন। তাহলে আমারা যারা টেকটিউনসে আসি ভাল কিছু শেখার জন্য, জানার জন্য তারা এখানে না এসে ডিরেক্ট ইউটিউব এ চলে যাব। টিঊনার (নাকি টিউবার??) রা এসে খালি লিঙ্ক টা দিয়া জাবেন। বিরক্ত হয়ে গেছি এই ধরনের টিউন গুলা দেখতে দেখতে। আগে দেখতাম লেখা পড়ে অনেক সময় বুঝতে কষ্ট হয় তাই ভিডিও করে দেওয়ার জন্য অনুরোধ করা হত। আর এখন অনুরোধ করেও মান সম্পূর্ণ লেখা পাওয়া জাচ্ছে না। ইউটিউবের মত এখানেও টাইটেল দেওয়া হচ্ছে দেখুন ভিডিও সহ। জানি আমার টিউন তা মোডারেটর এর টেবিল পার হতে পারবে না। তবুও ক্ষোভ থেকে লিখলাম।

 

ভাল কিছু আশা করছি টেকটিউনসের কাছ থেক, টিউনার দের কাছ থেকে। টিঊবার রা একটু অফ যান। টেকটিউনস কে টেকটিউনসের মত থাকতে দেন। টেকটিউব বানায় দিয়েন না।

Level 0

আমি Aheduzzaman Shajol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একদমই মনের কথা বলেছেন, কিন্তু কে শোনে কার কথা? এগুলো দেখার যেনো কেউ নেই। মনে হচ্ছে এডমিনের মদদে/যোগসাজশেই এগুলো হচ্ছে।