Show Hidden Files and Folders অপশন কাজ করে না ? সমাধান দেখুন…

সমস্যা :

মাঝে মাঝে দেখা যায় যে আপনি আপনার জরুরী প্রয়োজনে আপনার কম্পিউটারের Hidden Files গুলো দেখার জন্য Tools মেনু এর অন্তর্গত Folder options… থেকে Show Hidden Files and Folders অপশনটি চালু করতে চাচ্ছেন কিন্তু অপশনটি enable করার পরও Hidden Files and Folders দেখা যাচ্ছে না।

folder-option.JPG

সমাধান :

এটা হয় সাধারনত আপনার কম্পিউটারটি কোন Virus বা Malware দ্বারা আক্রান্ত হয়ে থাকলে, যেটা windows এর কিছু registry values পরিবর্তন করে দেয়।

কিছু Virus দ্বারা registry values এর এই পরিবর্তনটি হয়ে থাকে, কারন Virus টির নিজস্ব কিছু ফাইল থাকে যা দ্বারা Virus টি পরিচালিত হয় এবং সেই ফাইলগুলো hidden file হিসেবে থাকে। তাই Virus গুলো Show Hidden Files and Folders অপশনটি নষ্ট করে দেয় যাতে আপনি Virus এর সেই hidden file গুলো (malicious executable or script) মুছে ফেলতে না পারেন।

এই সমস্যার সমাধান দেখার জন্য এখানে ক্লিক করুন।

আপনার কম্পিউটারের Show Hidden Files and Folders অপশনটি চালু করে নিয়ে আপনার anti-virus software টি আপডেট করে নিয়ে আপনার কম্পিউটারটি full system scan করে নিন। আর Malware এর জন্য একটা thorough checkup করতে ভুলবেন না কিন্তু।আপনার কম্পিউটারের যে কোন সমস্যার সমাধানের জন্য আমার ব্লগ drsaikat.blogspot.com এ মন্তব্য আকারে জানান। আমি আপনাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করবো।

Level 0

আমি ডাঃ সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Dr. Saikat (MBBS)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@Shaikat ভাই সমস্যার সমাধানটা টিউনের মধ্যেই দিলে ভাল হয়। শুধু লক্ষন বলে নিজের চেম্বারে ডাকা টা কি ঠিক? আপনার চেম্বারের(sorry blogsite)-এও তো কোনো link পেলাম না। আপনার উক্ত সমস্যার সমাধান তো manualy-ও করা যায়। এর জন্য Antivirus-এর কি দরকার।

নাহ এই সব পুলাপান যে কইতে আয় …… মেজাজ টাই খারাপ …… ধ্যাত ….

Level 0

Hahahahahahahahhahaahahh =))

Level 0

হালা লিখলে এই খানে লেখ নাইলে লেখার কাম নাই

Level 0

ফাইলটি ডাউনলোড করার জন্য কয়েকবার ক্যাপচাকি দিলাম।কিন্তু শুদ্ধ করে দিতে পারলাম না। তবে পাবার ব্যবস্থা কি ?

Level 0

@Palash
ক্যাপচা ঠিকমত দেয়ার ট্রাই করে দেখেন আবারও। না পারলে আপনার ইমেইল ঠিকানা দিন আমি ফাইলটি এ্যাটাচ করে পাঠিযে দিবো।

Level 0

@Ali71a
ভাই কষ্ট করে একটা ব্লগ সাইট বানালাম আর তাতে যদি জনগনকে দরকারী কোন লিংক দিয়ে উপকার করতে চাই তাতে কোন সমস্যাতো বোধহয় তৈরী হয় না, তাই নয় কি?
আর সাইটে খুজে দেখেন লিংক অবশ্যই পাবেন যেমন Palash ভাই পেয়েছেন। আর anti virus দিয়ে স্ক্যান করতে বলেছি কারন virus টি থেকে গেলে আবারো আপনার একই সমস্যা হবে, তাই স্ক্যান করে virus টি ক্লিয়ার করে ফেললে সমস্যাটির সুস্দর সমাধান হয়ে যায়। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।

Level 0

@অ্যাডমিন
আপনার মেজাজ টাই খারাপ হবার কারন ঠিক বুঝলাম না!

Level 0

@মদন
আমার মনে হয় আপনার নামের যর্থাথতা আপনার মন্তব্যে প্রকাশিত হয়েছে! এর চেয়ে ভালো কোন মন্তব্য বোধ হয় আপনার মত নামধারীরা দিতে পারে না।

Level 0

@Saikat
virus টি c:\windows\system32 এই লোকেশনে kamsoft অথবা vamsoft নামে একটি hidden file এর মধ্যে থাকে। Startup থেকে এটি Disable করে registry editor কে সামান্য edit করলে Show Hidden Files and Folders এর সমস্যা ঠিক হয়ে যায়। ফলে তখন system32 -র ভেতর থেকে file টি মুছে ফেললেই কেল্লা ফতে। তাই আমার মনে হয়, আপনার সরবরাহকৃত file ও antivirus এর ঝামেলায় না গিয়ে direct action…..

বিঃদ্রঃ মাথাতেই সামলে রেখ, স্মৃতি আর গানের কথা। বিপদে পড়বেনা আর, আসলে ঝড়ো-অস্থিরতা।

Level 0

@Ali71a
সরি ভাই আমি লিখতে ভুলে গিয়েছিলাম যে এই লেখা এক্সপার্টদের জন্য নয়! কিন্তু অনেকে আছে যারা registry কিভাবে খুলতে হয় তা-ই জানেনা, তাদের জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
techtunes এ আমি লিখতে এসে প্রথমেই আপনাদের মত এমন মন্তব্য পেয়ে যারপনাই হতাশ হয়ে গেলাম। নতুন লেখকদের অন্যান্য জায়গায় সবসময় উৎসাহিত করা হয়, কিন্তু এখানে দেখলাম পুরা উল্টা ঘটনা। আমি সত্যি হতাশ!

সৈকত ভাই আপনি হতাশ হবেন না।আপনার টিউনটি ভালই।আমার হিডেন ফাইল তো শো করেই না উল্টো ড্রাইভের সাধারণ ফাইল গুলো অটো হিডেন হয়ে যায়।এখন আমি কি করব।এর জন্য কোন এন্টি-ভাইরাসটি বেশি কার্ষকর ??

Level 0

@ইয়াসিন
ধন্যবাদ ভাই।
আপনি একটু কষ্ট করে
http://drsaikat.blogspot.com/search/label/Computer
এখানে দেখুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
আর এন্টি-ভাইরাস এর ক্ষেত্রে আমি Norton antivirus corporate edition ব্যবহার করি। আপনি যে কোন ভালো antivirus যেমন Norton antivirus corporate edition, AVG Anti-Virus,Kaspersky Anti-Virus, Avast, AVG Anti-Virus, McAfee VirusScan ব্যবহার করতে পারেন তবে অবশ্যই antivirus টি নিয়মিত আপডেট করে নিতে হবে।

িরয়া; েগােমন েজৌ:ুরী