আমি আহসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই বেশী কষ্ট করতে হবে বলে না। ১। উইন্ডোজ ভিসতার ডিভিডি দিয়ে বুট করুন। ২। লিনাক্সের পার্টিশন গুলমুছে দিন ৩। উইন্ডোজের পার্টিশন তৈরী করুন। ৪। এবার ইন্সটল চালান
উল্লেখ্য: সকল গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ করুন। ২য় ধাপে পার্টিশনের সবকিছু চিরতরে মুছে যাবে
সাজেশন: ভিসতা বাদ দিয়ে সম্ভব হলে উইন্ডোজ ৭ (আরসি) ভার্সন ইন্সটল করুন। ভিসতা থেকে কয়েকগুল ফাস্ট ও ইউজার ফ্রেন্ডলি।
ভাই বেশী কষ্ট করতে হবে বলে না।
১। উইন্ডোজ ভিসতার ডিভিডি দিয়ে বুট করুন।
২। লিনাক্সের পার্টিশন গুলমুছে দিন
৩। উইন্ডোজের পার্টিশন তৈরী করুন।
৪। এবার ইন্সটল চালান
উল্লেখ্য: সকল গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ করুন। ২য় ধাপে পার্টিশনের সবকিছু চিরতরে মুছে যাবে
সাজেশন: ভিসতা বাদ দিয়ে সম্ভব হলে উইন্ডোজ ৭ (আরসি) ভার্সন ইন্সটল করুন। ভিসতা থেকে কয়েকগুল ফাস্ট ও ইউজার ফ্রেন্ডলি।