সুপ্রিয় টেকটিউনবাসী সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
মারভেলাস ডিজাইনার ৬.৫ একটি ৩ডি সফটওয়্যার যা দিয়ে সুন্দর কাপড় এর ডিজাইন করা জায়.এবং ৩ডি মডেল তৈরি করা যায়
যেমন,টি- শার্ট,শিরত,প্যান্ট,জ্যাকেট,ব্লেজার,খেলাধুলার পোশাক, মেয়ে দের সব রকম পোশাক,স্কাট,লেহেঙ্গা,৩পিস,২পিস,লেজ্ঞিংস,টপ্স,ব্রা,পেন্টি,কাফতান,ইত্যাদি.
এই গুলো ছারাও আপনি এই সফটওয়্যার দিয়ে এনিমেশান ও করতে পারবেন. তাছাড়াও আরকিটেক্টার এর বিভিন্ন কাজ করতে পারবেন.
এখন সব চাই তে বেশি এই সফটওয়্যার গেম এর এসেট তৈরি তে ব্যবহার হয়. তার পর বিভিন্ন ওয়েব সাইট এর প্রডাক্ট ডিজাইন,ডেভ্লপ এ এই সফটওয়্যার বেশি ব্যবহার হয়.
এই কাজ শিখে আপনি চাইলে ফ্রীলাঞ্ছিং ও করতে পারেন .যেমন আমি করি.upwork,freelancer এ কাজ ভালই থাকে.
তাই আপনি এই কাজ শিখতে পারেন লস হবে না.
এই কোর্সে আপনি এই সফটওয়্যার এর সম্পরকে জানতে পারবেন। বাংলায়।
আমি টিউন করা শিখিতেসি...তাই ভুল হলে ক্ষমা করবেন.
ফুল প্লে-লিস্ট https://www.youtube.com/playlist?list=PLp_vPTI-iPIYBZYz39teYTiyXVzrozv2f&disable_polymer=true
আমি শাওন শাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।