আসসালামু-আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। তাই কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই। টিউনের শিরোনাম দেখে আমাকে কেউ গালাগালি দিবেন না। আগে পুরোটা পড়ুন। আমি ২০১৪ সালে Xiaomi Redmi Note 2 কিনেছিলাম সিঙ্গাপুর থেকে ইনটারনেটে এর বিজ্ঞাপন দেখে। তখন এ ফোনের নাম আমি সঠিক উচ্চারন করতে পারিনি।
যাই হোক শাওমি তাদের Redmi Note Seris দিয়েই বিশ্ব বাজারে সবার নজর কেড়েছে। কারন আমার জানা মতে অন্য কোন কোম্পানি এত অল্প দামের মধ্যে Snapdragon চিপ সেটের মোবাইল বাজারজাত করে না। বর্তমানে তাদের Redmi Note 4 /Redmi Note 4x বাজারে চলতেছে।
আমি ধারাবাহিক ভাবে Redmi Note 4/Redmi Note 4x এর ২০টি Feature দেখাবো যা মধ্য বাজেটের ফোনে সাধারণত দেখা যায় না। চলুন পর্ব ২ শুরু করি-
৪) আপনার কি চোখে সমস্যা? মোবাইলের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকতে পারেন না। তাহলে আপনার দরকার Redmi Note 4x। এতে আছে Read Mode। এটি Enable করে মোবাইল চালান।
৫) আপনার কি একটি মোটোর সাইকেল আছে? কিন্তু Speed Metre নষ্ট। সমস্যা নেই। Redmi Note 4x এ আছে Speed Metre সেন্সর। এতে আপনি পাবেন- Max Speeed/Average Speed/Total Kilometre/Total Time। ডিফল্ট না বুঝলে আপনি কোন থার্ড পার্টি অ্যাপ ইনষ্টল করে নিতে পারেন। যেমন Smart Kit। (এটি মাইক্রো বা প্রাইভেটে ও কাজ করবে কিন্তু আমার একটি 😀 গরিবী বাইক আছে তাই মোটর সাইকেলের কথা লিখলাম)
৬) আপনি কি খুব বেশি গেম খেলেন বা ভিডিও দেখেন? গেম খেলার সময় কি মাঝে মাঝে Home বাটনে চাপ পড়ে গেম minimize হয়ে যায়? এটা মেনে নেওয়া যায় না। তাই আপনার দরকার Redmi Note 4x। কারন এতে আপনি নিচের তিনটা বাটন Disable করে রাখতে পারবেন। এমনটি নির্দিষ্ট কিছু আ্যপ যখন চালু হবে তখন বাটন তিনটি অটোমেটিক ডিজাবেল হয়ে যাবে।
আমি কোন ভাবেেই শাওমি ফোনের কোন ব্যবসার সাথে জড়িত নই। এটা আমার প্রিয় ফোন। তাই সবার সাথে শেয়ার করলাম। কারও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন।
আমি নিরব দর্শক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাওমি আসলেই একটি দারুন ফোন