বিসমিল্লাহির রহমানির রাহীম
আসসালামু আলাইকুম,
আমি আজ দেখাব কিভাবে Kolida Tatal Station দিয়ে Topagraohic কাজ করার জন্য প্রাথমিক ধাপ সমূহ।
যেমন:-
Total Station এর কাজ একই ধরনের,অর্থাৎ Coordinate পদ্ধতি।ভিবিন্ন কম্পানির Total Station Machine আছে।তার মধ্যে উল্লেখ যোগ্য হল, Sokia,Kolida,Laika,Topkon, Trimble,Sendos, South ইত্যাদি।এর অপরেটিং পদ্ধতি ভিন্ন।অর্থাৎ নকিয়া যেমন এক রকম অপরেটিং পদ্ধতি, হুয়াওয়ে এক রকম, আই ফোন এক রকম। কিন্তু সব গুলো নের্টওয়ার্ক পদ্ধতিতে চলে।আসা করি বিষয় টা বুঝতে পেরেছেন।
কিন্তু ভাল মেসিন দিয়ে একরেন্সি বেসি পাওয়া যায়।
যারা সার্ভে নিয়ে পড়ালেখা করে অথবা সার্ভে কাজ করে তাদের জন্য খুবেই প্রয়োজনীয় বিষয়। অথবা ডিজিটাল সার্ভে সম্পর্কে জানতে আগ্রহী তারা এ ভিডিও দেখে দেখে খুব সহজে কাজ করতে পারবে।
আমি এর আগে Topographic কাজ করার পর কিভাবে Prolink,Excel,AutoCAD ইত্যাদি দিয়ে Digital Survey কাজ সম্পূর্ন করা হয় তা দেখিয়েছিলাম।
Youtube Full Vidio দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন।
ডিজিটাল সার্ভে নিয়ে কোন কথা থাকলে আমার সাথে সরাররি কথা বলতে পারেন। আমি ইন-শা-আল্লাহ্ চেস্টা করব আপনাদের সার্ভে নিয়ে প্রশ্ন গুলির উত্তর দিতে।
আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।