ভৌতিক মাউস! নামটা আসলেই বিস্ময়কর। এর কাজটাও অনেকটা সেরকম। আঁড়াল থেকে মাউসের সকল গতিবিধি সংরক্ষণ করবে। মাউস দিয়ে যত কাজ করা হবে, তার সবটুকুই সে রেকর্ড করে রাখবে। Ghost Mouse নামের এই সফটওয়্যারটি রান করে শুধুমাত্র রেকর্ড বাটনে ক্লিক করুন। তারপর থেকে মাউসের মুভমেন্টকে সে রেকর্ড করতে শুরু করবে। এরপর মাউস দিয়ে কি কি করলেন, প্লে বাটনে ক্লিক করলেই তা দেখা যাবে এবং সেভ করেও রাখা যাবে।
Ghost Mouse মাত্র ৬৮০ কিলোবাইটের ফ্রিওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shundoer tune GOOD gud gud