যদি আমাদেরকে বলা হয় বর্তমান বিশ্বে সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কি, আমরা প্রায় সবাই উত্তর দিবো যে "ফেসবুক"। ২০০৪ সালে মার্ক জুকারবার্গের হাতে প্রতিষ্ঠিত ফেসবুকের মাসিক গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ২০০ কোটিতে ঠেকেছে। হয়ত সামনে তা আরো বাড়বে।
বর্তমানে এই মাধ্যমের নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত। অনেকের ফেসবুক আইডি হ্যাকড(বেদখল) হয়ে যাওয়ার কথা প্রায়ই শোনা যায়। ফেসবুকে আমাদের অনেক ছবি, তথ্য ও বন্ধুরা আছে। কিন্তু আমাদের ফেসবুক আইডি যদি হ্যাকড হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে।
তবে কিছু পন্থা অবলম্বন করে আমরা খুব সহজেই ফেসবুকে আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পারব। এতে হ্যাকিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং হ্যাকড হলেও আমরা আমাদের ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারব। আমি আজকে আপনাদের এইরকম কয়েকটা পন্থা সম্পর্কে জানাবো।
ফেসবুক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মাধ্যম। এটি যেমন আমাদের জন্য উপকারী তেমন এর মাধ্যমে অনেক ক্ষতি করাও সম্ভব। এজন্য ফেসবুক ব্যবহারে আমাদের সচেতন থাকা জরুরী। মনে রাখতে হবে, এটি কোনো বাস্তব জগত নয় বরং একটি ভার্চুয়াল জগত। এখানে আমি যা করব সেটির মাধ্যমেই অন্যরা আমাকে চিনবে এবং আমার ব্যাপারে ধারণা করবে। এজন্য এটি ব্যবহার করার সময় আমাদের সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেনো এটির সঠিক ব্যবহার আমরা করতে পারি।
যেকোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট সেকশনে বা [email protected] এ আমাকে ইমেইল করতে পারেন। লিখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যেকোনো ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন যেনো পরবর্তীতে সংশোধন করতে পারি।
আব্দুল্লাহ আল মেহেদী
রাজশাহী।
আমি আব্দুল্লাহ আল মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ফেসবুকে এখান থেকে লিংক শেয়ার দিয়ে দিয়েছি