টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো। সবাই কে সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। শিরোনামে দেখে বুজতে পারছেন আজকের বিষয়। উইন্ডোস ব্যবহারকারীদের দেখাব কি ভাবে কোন সফটয়্যার ছারা পরিবর্তন করবেন ফোল্ডারের আইকন নতুনদের জন্য । অামরা অনেকেউ জানিনা যে কি ভাবে ফোল্ডারের আইকন পরিবর্ত করা যায়। বর্তমান সময়ে উইন্ডোস ব্যবহারকারীদের সংখ্যা অনেক বেশি। ফোল্ডারের আইকন বিভিন্ন কালার বিভিন্ন ষ্টাইলে পরিবর্তন করে নিন। বন্ধুরা আমি সুন্দর ভাবে ভিডিওতে দেখানের চেষ্টা করেছি। ভিডিওটি সরাসরি নিজ থেকে দেখে নিন। যদি কারো বুজতে অসুবিদা হয় তা হলে টিউমেন্ট বক্সে জানাবেন। আশাকরছি কোন সমস্য হবে না। টিউনটি যদি কারো উপকারে আশে তবে আমার পরিশ্রম সার্থক হবে। বন্ধুরা আজ আর বেশি কিছু লিখবনা। আমাকে ফেসবুকে পেতে এখানে এম ওয়ান কম্পিউটার এ ক্লিক করুন। আরো অনেক টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন। বন্ধুরা উপক্রিত হলে টিউমেন্ট বক্সে টিউমেন্ট করুন। সবাই ভাল থাকবেন। আবার আসব অন্য কোন টিউন নিয়ে।VFX এর অনেক টিউটোরিয়ালেআছে আস্তে আস্তে সব টিউটোরিয়াল দিব। ধন্যবাদ সবাই কে।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।