আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের সামনে হাজির হলাম এক ধামাকা টিউন নিয়ে। যারা অনলাইন এর ইনকাম এর কথা শুধু শুনেই গেছেন অথচ অনলাইন থেকে ১ টা টাকাও ইনকাম করতে পারেননি। তারা মাত্র ২ মিনিট সময় নিয়ে টিউনটি পরুন। আর স্টেপ বাই স্টেপ কাজ করুন আপনার ইনকাম হবেই আপনি প্রতিদিন ৩$-৫$ ইনকাম করতে পারবেন অনায়াসে এবং প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক।
আজকে নিয়ে কথা বলব সেই সাইটটি faucethub এ পেমেন্ট দেয়। তাই শুরুতে আপনাকে একটি faucethub একাউন্ট খুলতে হবে তার জন্য প্রথমে এই লিংকে যান তাহলে নিচের মতো সাইন-আপ ফরম পাবেন।
এখানে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, বিটকয়েন এড্রেস ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করুন।
যাদের বিটকয়েন এড্রেস নেই তারা এই টিউনটি পরুন
সাইনাপ করা হয়ে গেলে আপনার ইমেইল এ একটি কনফার্মেশন মেইল যাবে সেইটাতে ক্লিক করে আপনার একাউন্ট ভেরিফাই করে নিন একাউন্ট ভেরিফাই হয়ে গেলে একাউন্ট এ লগিন করুন। ব্যাস আপনার faucethub একাউন্ট তৈরি এখন আমরা ইনকাম করা শিখব।
আজকে আমি আপনাদেরকে ইনকাম এর জন্য ২ টি সাইট নিয়ে আলোচনা করব
১। Wallrewards
২। HoneyMoney
এই সাইটে কাজ করতে প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবে তাহলে নিচের মতো পেজ পাবেন এখানে Sign Up এ ক্লিক করুন
Sign Up এ ক্লিক করলে এরকম রেজিস্ট্রেশন পেজ পাবেন এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড দিন আর Wallet অপশন এ যেই বিটকয়েন এড্রেস দিয়ে একটু আগে faucethub একাউন্ট খুললেন সেই এড্রেসটি দিন। আর তার নিচের বক্সে যেরকম আছে সেরকম এ রাখুন। তারপর I agree to the Terms & Service এ টিক দিয়ে Submit এ ক্লিক করুন। ব্যাস তাহলেই আপনার একাউন্ট এ তৈরি হয়ে যাবে।
এখন সাইটে লগিন করুন।
লগিন করে ড্যাসবোর্ড থেকে Get Wallet এ ক্লিক করুন।
তাহলে নিচের মতো আপনাকে একটি এড্রেস দিবে এই এড্রেস এর পাসের কপি বাটন এ ক্লিক করে এড্রেস্টি কপি করুন। কপি হয়ে গেলে মার্ক করা raiblocks এ ক্লিক করুন তাহলে নতুন একটি ট্যাবে একটি সাইট ওপেন হবে। এক্ষেত্রে কোন ভিপিএন ব্যবহার করবেন না।
নতুন ট্যাব এ সাইট ওপেন হলে ফাকা বক্সটিতে আপনা কপি করা এড্রেস্টি পেস্ট করুন তারপর ক্যাপচা সলভ করতে থাকুন। প্রতি ক্যাপচার জন্য আপনি পাবেন ১৫-২০ সাতোশি তাই যত পারেন ক্যাপচা সলভ করুন।
সতর্কতা: আপনি এড্রেস কপি করার পর যদি ৫ মিনিটের বেশি সময় ধরে ক্লেইম না করেন তাহলে ড্যাসবোর্ড রিফ্রেস দিয়ে নতুন করে এড্রেস কপি করুন। কারন ৫ মিনিটের বেশি সময় ধরে ক্লেইম না করলে এড্রেস বদলে যেতে পারে আর এড্রেস বদল হলে আর ক্লেইম কাউন্ট হবেনা তাই এটা খেয়াল রাখবেন
মিনিমাম ১০০০ সাতোশি হলে আপনি withdraw দিতে পারবেন। আপনার ব্যালেন্স দেখতে আপনার ড্যাসবোর্ড এ গিয়ে পেজটি রিফ্রেস দিন। ব্যালেন্স প্রতি মিনিটে আপডেট হয়। আপনার ব্যালেন্স মিনিমাম ১০০০ সাতোশি হলে withdraw বাটনে ক্লিক করুন
তাহলে সাথে সাথে আপনার পেমেন্ট আপনার faucethub একাউন্ট এ চলে যাবে।
এন্ড্রোয়েড ইউজাররা কিবোর্ড হিসেবে Classic Keyboard ব্যবহার করতে পারেন এই কিবোর্ড দিয়ে আপনি দ্রুত ক্লেইম করতে পারবেন। প্লেস্টোর লিংক
এই সাইট এ ইনকাম করতে এই লিংকে যান তারপর আপনার faucethub ওয়ালেট এড্রেস দিয়ে ক্যাপচা সলভ করতে থাকেন। এখানে ইনকাম এর সব নিয়ম wallrewards এর মতোই।
faucethub একাউন্ট থেকে বিটকয়েন withdraw দিতে হলে আপনার একাউন্ট ব্যালেন্স মিনিমাম ২০০০০ সাতোশি থাকতে হবে। মনে রাখবেন ২০০০০ সাতোশি মানে প্রায় ১$ অর্থাৎ ৮৫ টাকা। আপনি প্রতিদিন ২-৩ ঘন্টা কাজ করলেই খুব সসহজেই ২০০০০ সাতোশি করতে পারবেন। যাইহোক আপনার ব্যালেন্স দেখতে faucethub ড্যাসবোর্ড এর নিচে এরকম দেখতে পারবেন।
আপনার ব্যালেন্স ২০০০০ সাতোশি এর বেশি হলে নিচের ছবি মতো Withdraw Balance এ ক্লিক করুন
তাহলে এরকম দেখতে পারবেন এখানে মার্ক করা বক্সে আপনি কত বিটিসি Withdraw দিতে চান তা লিখুন তারপর Submit Withdraw Request এ ক্লিক করুন
তাহলে ২৪ ঘন্টার মধ্যে আপনার বিটকয়েন ওয়ালেট এ পেমেন্ট পেয়ে যাবেন।
আমি নাবিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।