পর্ব ২:-আমাদের দেশে হ্যাকার এবং হ্যাকিং-এর প্রকারভেদ

হ্যাকার মূলত তিন প্রকার ধরে নেওয়া হয়।ব্ল্যাক হ্যাট,হোয়াইট হ্যাট এবং গ্রে হ্যাট।এই হ্যাট কেন আসলো তা ঘাটতে গেলে জানতে পারবেন যে আগের সময় কাউবয়দের হ্যাটের রঙের উপর অনেক কিছু ডিপেন্ড করতো। রঙের সাথে কিন্তু কাজেরও মিল আছে।ব্ল্যাক হ্যাট হ্যাকাররা অনৈতিক কাজের জন্য বেশি পরিচিত।ব্যক্তিগত আক্রোশ থেকে শুরু করে কোন কোম্পানি অথবা কোন সরকারের গোপন তথ্য ফাঁস করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে!

হোয়াইট হ্যাট হ্যাকাররা সাধু ব্যক্তিত্ব, উনারা পারমিশন ছাড়া কোন মশাও মারেন না এবং ব্ল্যাকদের প্ল্যান ভেস্তে দেওয়ার কাজে নিয়োজিত থাকেন। গ্রে হ্যাট হল সুবিধামত চলে।সকালে হোয়াইট তো রাতে ব্ল্যাক। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি তবে আমাদের দেশ এখনও গ্রে স্টেজেই আছে।অর্থাৎ ভালও করে খারাপও করে।তবে ব্ল্যাকের পরিমাণ বেশি!

বাংলাদেশে আমরা খুব কমন কিছু হ্যাকিং ঘটতে দেখি।

১/ফেসবুক আইডি/মেইল হ্যাক
২/ওয়েবসাইট হ্যাক
৩/বিকাশ ফ্রডিং / সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাক
৪/ওয়াইফাই হ্যাক
৫/মোবাইল/পিসি হ্যাক (যদিও পরিমাণে সামান্য)

এখানে নেহাত ফেসবুক আইডি হ্যাকের কেসই আছে ৮০%। কারণ আমরা ইন্টার্নেট বলতে ফেসবুক এবং ইউটিউব বুঝি।তাই হ্যাকাররা এখনও অন্য কিছুর দিকে মন না দিয়ে ফেসবুকের দিকেই বেশি মন দেয়!

পরের থেকে আমরা কিছু সাইবার ক্রাইম ও এর প্রতিকার নিয়ে আলোচনা করবো।আশা করি শেয়ার করে জানিয়ে দিয়ে নিজেরাও সেইফ থাকবেন এবং বাকিদেরও সেইফ রাখবেন!

ধন্যবাদ

My Facebook ID:- https://www.facebook.com/hsf677

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস