বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে আল্লাহ রহমত দান করুক।
আমার ২৯ তম টিউন এ শুভেচ্ছা। ফ্রিনেট নিয়ে ৩য় টিউন। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।
আপনি যদি এই টিউন জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে, অন্তত বাজে টিউমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও না, জানলে জানো।
তাই খারাপ টিউমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ টিউমেন্ট একজন টিউনার এর পরবর্তি টিউন করার আগ্রহ কমিয়ে দেয়।
ফ্রী নেট বিষিয়টা তাইতো?
আগে পুরো টিউন পড়ুন। তারপর।কাজ করেন।তাড়াহুড়া করবেন না।ফ্রি চলবেই।আগে সম্পুর্ন টিউন পড়েন।
ফ্রিনেট যারা যারা টিউন করেছেন তাদের সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
টিউনাররা তো প্রমান ছাড়া ফ্রিনেট টিউন করে না।
তবুও না চললে তাদের কি দোষ।তারা আপনার দেয়া চাকরি করে না যে কাজ ঠিক মতো না হলে বকাঝকা করবেন।আশা করি সবাই বুঝবেন।
আমিও সব টিউনার দের মধ্যেই পরি।
যদি আপনার না চলে তাহলে দয়া করে গালি গালাজ করবেন না।
আমার কয়েকদিন আগেও চলতো না।১০-১৫ দিন সিম দিয়ে নেট কানেকশন অফ রাখার পরে চেষ্টা করে দেখি সব ফ্রি নেট এপ দিয়েই ফ্রি নেট চলে।
সো চেষ্টা ছাড়বেন না।
################################
kpnTunnel/Http injector এপ গুলাই খুবই ভালো স্পিড দেয়।তবুও কনফিগ বানাতে/সেট আপ করতে গিয়ে ঝামেলা হয়।অনেকে আবার আজকে সার্ভারের প্রব্লেম এর মুখোমুখি হয়েছি।
ফলে অনেকেই ফ্রিনেট ব্যবহার করতে পারেন না।তাদের জন্যই আজকে সাজেস্ট টিউন।
আমি লিমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।