টয়লেট: এক প্রেম কথা
পরিচালক: নারায়ণ সিংহ
মুভিটি ডাউনলোড করার সিস্টেম আমার ভিডিও তে অতি সহজে দেয়া আছে। ডাউনলোড করবার আগে টিউনটি একবার পড়ুন।
লোটা-পার্টি। শব্দটা আমাদের সুপরিচিত না হলেও, এই লোটা-পার্টির ভরসাতেই এখনও দিন গুজরান করেন আমারই দেশের, এই ডিজিট্যাল ইন্ডিয়ারই বহু মহিলা। ভোরের আলো ফোটার আগে, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে, দূরের কোনও খেতে গিয়ে, পাড়ার মেয়ে-বৌরা মিলে দলবেঁধে প্রাতঃকৃত্য সেরে আসার চলতি নামই লোটা-পার্টি।
আমাদের এই ‘অ্যাটাচড টয়লেট’ অভ্যস্ত জীবনে বিষয়টি যতই অদ্ভুত এবং আজব হোক না কেন, এমনটা আজও হয়। বাড়ির উঠোনে তুলসীমঞ্চ থাকার কারণে চৌহদ্দির মধ্যে ঠাঁই পায় না শৌচালয়। পুরুষদের গতিবিধি বাড়ি-লাগোয়া নর্দমায় এবং পেছন দিকের ঝোপে। আর মহিলাদের তো আগেই বললাম।
বিয়ের পরে এ হেন চিরাচরিত অভ্যেসের মধ্যে এসে পড়ে, যুক্তিবাদী জয়া রাজি হলেন না পাড়ার লোটা-পার্টিতে নাম লেখাতে। ‘পড়ি-লিখি’ জয়া ফুলশয্যার রাতের পরেই সাফ জানিয়ে দিলেন, বেআব্রু জায়গায় শরীরের আব্রু সরিয়ে সব চেয়ে প্রয়োজনীয় কাজটুকু সারতে তিনি রাজি নন। প্রতিবাদের প্রথম চারাগাছটা নিজের বাড়িতেই পুঁতলেন, কেশবকে ভালবেসে বিয়ে করে উত্তরপ্রদেশের মন্দগাঁওয়ে আসা জয়া। বলেই দিলেন, ঘরে শৌচালয় তৈরি না হলে, তিনিও থাকবেন না শ্বশুরবাড়িতে।
জয়ার প্রতিবাদ আর সেই প্রতিবাদের সমর্থনে কেশবের লড়াই ঘিরে, গ্রাম পঞ্চায়েত থেকে স্যানিটেশন দফতর, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার এবং প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই পরিচালক নারায়ণ সিংহের ছবি, ‘টয়লেট: এক প্রেম কথা’। বলাই বাহুল্য, বিষয়গত ভাবেই আর পাঁচটা বিনোদনমূলক ছবির চেয়ে অনেকটা বেশি এগিয়ে রয়েছে এই ছবি।
তবে প্রাথমিক ভাবে আপত্তি জানালেও, জয়া এক সময় মেনে নেন, কেশবের ঠিক করে দেওয়া ট্রেন-শৌচাগারের ব্যবস্থা। সকালবেলা মন্দগাঁও স্টেশনে সাত মিনিটের জন্য দাঁড়ানো ট্রেনটিতে উঠে রোজের প্রাতঃকৃত্য সেরে নিতে রাজি হয়ে যান। প্রশ্ন ওঠে, কী হত, যদি এক দিন ট্রেনটা ছেড়ে না দিত? তবে প্রশ্ন স্থায়ী হয় না, কারণ এটা সিনেমা। বাস্তব নয়। জয়ার প্রতিবাদী সত্ত্বাকে দিয়ে বিয়ে ভাঙার চরমতম পদক্ষেপটা করিয়ে নিতে, জয়া ট্রেন থেকে নামার আগেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়িয়ে দেন পরিচালক। কেশবকেও প্রতিজ্ঞাবদ্ধ করান, স্ত্রীকে সসম্মান ফিরিয়ে আনার জন্য বাড়িতে শৌচালয় গড়তে।
আমি খলিল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।