বর্তমানে ভিডিও লেকচার এর মাধ্যমে পড়াশোনা অনেক সহজ একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে। আমরা বেশীরভাগই ১০ মিনিট স্কুল এর কথা জানি এবং নিয়মিত দেখিও। অবশ্যই তারা অনেক ভালো কাজ করছে। তবে আরও জেনে রাখা ভালো, অনেক বড় বিশ্ববিদ্যালয় তাদের কলেজ কোর্স এর সকল ভিডিও অনলাইনে ফ্রী করে দিয়েছে।
ধরেন আপনি টাকার জন্য অর্থাত টিউশন ফীর জন্য ভালো কোথাও পড়তে পাচ্ছেন না! এই ফ্রী অনলাইন ভিডিও কোর্স এক্ষেত্রে আপনার জন্য দারুন সুযোগ হতে পারে।এসব দেখে হয়ত আপনি সে বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী পাবেন না; তবে যে জ্ঞানটা পাবেন তা অনেক। এটিই মূল শক্তি।
সহজভাবে,The OpenCourseWare Consotium অন্যতম সেরা জায়গা ফ্রী অনলাইন ভিডিও লেকচার এর জন্য। The OpenCourseWare Consotium বিশ্বব্যাপী ২০০ টির মত স্কুল- কলেজ এর সহযোগিতা নিয়ে অনলাইন ভিডিও, অডিও ও টেক্সট এর মাধ্যমে জ্ঞান ভাগ করে দিয়ে আসছে।এখানে সকল অংশগ্রহনকারী স্কুল এর তালিকা দেয়া থাকে এবং তারা কি কি অফার দিচ্ছে তারও লিংক দিয়ে দেয়া থাকে।
ম্যাসাচুসেটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনলাইনে ভিডিও কোর্স দেয়ার ক্ষেত্রে এগিয়ে। এই কলেজের ওয়েবসাইট এর দর্শকরা এখানে প্রায় ১৯০০ কোর্স ইনডেক্সেড পাবে। এখানে সাবজেক্টস অনুযায়ী কোর্সগুলোকে তালিকা করা রয়েছে। তাই সময় দিয়ে এগুলো সহজে খুজে বের করা যাবে।
মনে রাখা ভাল, সব কোর্স ই ভিডিও আকারে নেই; কিছু কিছু টেক্সট ও অডিও আকারেও আছে। ফিল্ম স্ট্রিপ আইকন যুক্ত সবগুলো হল ভিডিও লেকচার।
আপনি যখন The OpenCourseWare Consotium এর সদস্য নন, তখন Yale University অনলাইনে ভিডিও কোর্স আপনার জন্য অন্যতম সেরা একটি পছন্দ হতে পারে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়া আসলেই দূর্লভ, তবে হতাশার কিছু নেই। Yale এর মতন সেবা এটি অনেকটা সহজ করে দিয়েছে, তাদের ফ্রী অনলাইন কোর্স এর মাধ্যমে।
কেবল আমেরিকার অন্যতম বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া:Berkeley নিয়মিত বহু সংখ্যক অনলাইন ভিডিও কোর্স প্রদান করে আসছে। Berkeley তে নিয়মিত কনটেন্ট আপডেট হয়। তাই কোর্স এর ওপর ভিত্তি করে নিয়মিত Berkeley তে আপডেট পাওয়া যাবে।
বহু স্কুল আছে যারা ফ্রী অনলাইন কোর্স প্রোভাইড করছে; আমরা কতগুলোর নাম জানি? এই কাজটি সহজ করার জন্য Free Lectures Online অনেকগুলোর বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটের ফ্রী কোর্সগুলোকে তাদের সাইটে তালিকাভুক্ত করেছে। এর মাধ্যমে যেকেউ এখানে তারা যে কোর্স সম্পর্কে শিখতে চায়; তা অনুসন্ধান করলেই; অনেকগুলো ফল তাদের সামনে চলে আসবে; আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় এর ভিত্তিতে।
এটি হল টেলিভিশন এর জন্য একটি মিডিয়া সেন্টার প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম এর জন্য তৈরি OpenCourseWare অ্যাপ ব্যবহার করে; MIT, Yale, Berkeley এর মত সাইটের ভিডিও কোর্স গুলো একসাথে খুবই সহজে ব্রাউজ করা যাবে। তবে এটি এখন আর ওইভাবে জনপ্রিয় নেই।
অনেকের কাছে মনে হয়, এভাবে ভিডিও দেখে অনেকক্ষেত্রে সেরেকম একটা বিশ্ববিদ্যালয় মনোভাব আসে না। অনেক ক্ষেত্রে এাব ভিডিওতে যা দেখানো ও শিখানো হয় তা মনে থাকে না। তাই এইসব ভিডিও কোর্স করার সময় খাতায় নোট করে রাখা ঊচিত; এতে যা শেখা হচ্ছে তা অনেক সময়ব্যাপি মনে থাকবে এবং শেখাটা দীর্ঘস্হায়ী হবে। একা কম্পিউটারের সামনে বসে থেকে এসব ভিডিও দেখে জ্ঞান অর্জন করা আপনার কাছে ভালো নাও লাগতে পারে; তবে বিশ্বাস করুন, এটা আপনার ভবিষ্যতের জন্য একটা মূল্যবান সম্পদ হয়ে থাকছে।জ্ঞানই সম্পদ।
ইন্টারনেট পৃথিবীকে বদলে দিয়েছে;ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এর কোর্স ফ্রীতে শেখা এর সবচেয়ে অন্যতম বড় একটি উদাহরন। আমাদের ইন্টারনেটের এসব ইতিবাচক দিক ব্যবহার করে; জ্ঞানের পরিসীমাকে আরও বৃদ্ধি করতে হবে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করেছেন,এর জন্য মহান আল্লাহ্ যেন আপনাকে উত্তম বিনিময় দান করেন, ধন্যবাদ টিউনের জন্য।