টেক বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমিও মোটামুটি ভাল আছি। এটা আমার 69 তম টিউন। সকলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আমি আপনাদের Adobe Photoshop Cs6 Extended A 2 Z টিউটোরিয়াল দিব। আজকের বিষয় কিভাবে একটি শার্ট এর কালার চেঞ্জ করা যায়। ফটোশপে কত রকমের কালারের কাজ করা যায়। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
1. ফটোশপ ওপেন করুন আমি Adobe Photoshop Cs6 Extended ব্যবহার করছি। ফটোশপের অন্য ভার্সনে ও হবে।
2. ফাইন মেনু তে ক্লিক করে ওপেন এ ক্লিক করে কাঙ্খিত ছবিটি ওপেন করুন। এবং ভাল ভাবে শেখার জন্য নিজ থেকে সরাসরি ভিডিওটি দেখে নিন। আশা করি কোন সমস্যা হবে না। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই টিউমেন্ট বক্সে জানাবেন।
আর আর বেশি কিছু লিখব না, আবার হাজির হব অন্য কিছু নিয়ে। যা আপনাদের কাজে আসতে পারে। সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন। আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউন এর সাথেই থাকুন
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।