সংগীত সামগ্রী বাজানো, বাজানো শেখা নি:সন্দেহে আপনার অবসর কাটানোর দারুন একটি মাধ্যম হতে পারে; এটি আপনার জন্য দারুন একটি অভিজ্ঞতার বিষয়ও বটে, মানুষের মস্তিস্কের জন্য এই এই সংগীত সামগ্রী বাজানো খুবই কাজের, এটি মস্তিস্কের গতিকে তরান্বিত করে।
তবে এইসকল বাজানো ও গান গাওয়া শেখার কোর্স অনেকের পক্ষে ব্যায়বহুল একটি ব্যাপার। তাই অনেকে ইচ্ছা থাকা সত্বেও এই মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজানো শিখতে পারি না ব। শিখি না। তাই এখানে যদি আপনি অনলাইনে ফ্রী মিউজিকাল কোর্স পান, তবে কেন ট্রাই করবেন না? এখানে আপনি আপনার নিজের গতিতে ইচ্ছামত গান, ইন্সট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন, একটি টাকাও দিতে হবে না।
জাস্টিন স্যান্ডারসো একজন গিটারিস্ট ও সংগীত লেখক যিনি ২০০৩ সাল থেকে তার ওয়েবসাইটে ফ্রী গিটার কোর্স দিয়ে আসছেন। বিগত বছরগুলোতে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। জাস্টিন স্যান্ডারসো কে একজন প্রভাবসালী গিটার শিক্ষক বলা হয়ে থাকে।
তার সাইটে আরো অনেক গিটার স্পেসালিস্টদের তালিকা করা রয়েছে। JustinGuiter.com এ আপনি গিটার বাজানোর মৌলিক নীতিগুলো শিখতে পারবেন। বিগিনার কোর্সে সচরাচর মানুষদের জিজ্ঞাসা এর ভিত্তি করে মৌলিক ভিডিওগুলো বানানো হয়েছে। এখানে আপনি পর্যায়ক্রমে কোর্স গ্রহন এর মাধ্যমে ইন্টারমিডিয়েট, রেকর্ডিং টিপস সহ আরো অনেক উচ্চতর কোর্স পর্যন্ত পৌছে যাবেন।
ক্রিস রোজার নামে একজন সংগীত ইন্সট্রুমেন্টালিস্ট Bass বিষয়ে শিক্ষা দেয়ার জন্য ইউটিউবে এবং আরও ভালো ভাবে শেখানোরর জন্য তার ওয়েবসাইট LearnBass.net এ বিশেষ ব্যবস্হার আয়োজন করেছেন। এখানে আপনার ইচ্ছামত খুব সহজ থেকে শুরু করে অত্যান্ত টেকনিকাল লেসন ফ্রিতে পাবেন।
এখানে আপনার চর্চার জন্য কতগুলো Beat পাবেন, যা আপনার শেখার জন্য খুবই মজার এবং আকর্ষনীয় হবে। ক্রিস রোজার এখানে বেশ কিছু লেসন ডাউনলোডের জন্যও উন্মুক্ত করে রেখেছেন। এইভাবে LearnBass.com এর মাধ্যমে আপনি আপনার Bass স্কিলকে আরও উন্নত করতে পারবেন।
ড্রামস শিখতে চান? Drumeo.com বা Drumeo তে আপনি পাবেন বেশ কতগুলো ড্রাম শেখার লেশন। এখানে নিয়মিত লেসন কমপ্লিট করে কোর্সের মাধ্যমে আপনি প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্সড লেভেলে পৌছে যাবেন খুবই সহজে! এখানে রয়েছে স্টিক ধরার কৌশল, Kits সেটাপ করার পদ্ধতি, Basic Beats ইত্যাদি ইত্যাদি লেসন।
তাই যারা সত্যিই ড্রামস শিখতে আগ্রহী তাদের জন্য এই ওয়েবসাইট দারুন কাজে দেবে। সমস্যা নেই আপনি কী ধরনের মিউজিক শিখতে চান - রক, মেটাল, সোল, পাংক ইত্যাদি। এই ওয়েবসাইটের ফ্রী লেসন ও কোর্সের মাধ্যমে এসব আপনি শিখতে পারবেন খুবই সহজে।
যারা পিয়ানো বাজানো শিখতে চান; তাদের শুরু করার জন্য হফম্যান একাডেমী দারুন একটি জায়গা। জোসেফ হফম্যান যিনি একজন গুনী পিয়ানোবাদক, তার অভিজ্ঞতা দিয়ে এখানে অনেক কোর্স তৈরি করেছেন। তার এই খুবই কার্যকরী অভিজ্ঞতার মাধ্যমে তৈরি লেসনগুলো হফম্যান একাডেমীকে পরিনত করেছে সেরা অনলাইন পিয়ানো শেখার একটি ওয়েবসাইট হিসেবে।
এই একাডেমীতে মোট ১০০ টি লেসন আছে, তাদের কতগুলোর আবার কয়েকভাগে বিভক্ত। আবার বোনাস লিসনও আছে। এই একাডেমীতে শুরু থেকে সবগুলো কোর্স সফলভাবে সম্পন্ন করতে পারলে; আপনি একটি দক্ষ পিয়ানোবাদকে পরিনত হতে পারবেন।
অন্যতম সেরা সঙ্গীত গুনী ব্যক্তি ড্যান ক্রিসটিয়ানের এই ওয়েবসাইটটিকে উল্লেখ করা হয়, সেস্কোফোন শেখার অন্যন্যতম জায়গা হিসেবে। যদিও এখানে সব লেসন নেই; তবে বাকি লেসনগুলো শেখার জন্য এখানে আরও ওয়েবসাইট এর তালিকা দেয়া আছে। তাই সেক্সোফোন এর মৌলিক বিষয়াবলী শেখার জন্য এই ওয়েবসাইট দারুন কাজে দিবে।
আপনি যদি মার্জিত কোনো সংগীত উপকরন বাজানোর কথা ভাবেন; তবে বেহালা বা ভায়োলিন হতে পারে আপনার অন্যতম সেরা একটি পছন্দ। আর এই বেহালা বাজানোর জন্য আপনি লেসনগুলো পাবেন এই Fiddlerman নামক ওয়েবসাইটে। এখানে বেহালা শেখার শুরু থেকে শুরু করে এক্সপার্ট হওয়ার জন্য সবরকম লেসন এখানে পাবেন। এই সাইটে আপনি গুরুত্বপূর্ন রিসোর্স, রিদম ইত্যাদি ইত্যাদি পাবেন যা আপনার বেহালা শেখার কাজে সহযোগিতা করবে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।