সবাই ভাল আছেন তো? টেক বন্ধুরা এটা আমার 64 ত ম টিউন। 64 তম টিউনে সকলে শুভেচ্ছা জানিয়ে আর শুরু করলাম আজকের টিউন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ছবি নিয়ে। কি ভবে নিজের ছবিকে নিজেই দিবেন জম্বি ইফেক্ট।
কভাবে করবেন ? উত্তর টা আমি দিচ্ছি। প্রথমে এই লিংকে ক্লিক করুন। এই লিংকে প্রবেশ করার পরে মাউস ড্রাক করে ানিচের দিকে যাবেন এবং দেখতে পাবেন নিচের চিত্রের মত। নম্বার দেয়া এখানে ক্লি করুন। এবং পরবর্তি স্টেপ অনুশরন করুন।
চিত্রে দেয়া আছে অনেক ছবি দেখতে পাবেন অনেক স্টাইলে। মনে করেন যে স্টাইলের ছবি সিলেক্ট করবেন আপনার ছবি ঠিক সেই স্টাইলে হবে। এখান থেকে পছন্দমত স্টাইল বেছে নিবেন।
স্ক্রীনশর্ট লক্ষ করুন এখান থেকে সরাসরি ফেসবুক থেকে, কোন লিংক থেকে এবং কম্পিউটার থেকে ছবি আপলোড দিতে পারবেন। অপলোড করুন এবং অপেক্ষা করুন অটোমেটিক ভাবে কাজ হবে। এবং কাজ শেষ হলে শো করবে। আপনি শুধু ডাউনলোড করবেন। বাস আপনার কাজ শেষ।
বন্ধুরা সবাই ভাল থাকবেন আশা করি বুঝতে অসুবিধা হবে না।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
সাথে থাকুন টেকটিউনসের
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।