টেক বন্ধুরা সবাই ভাল আছেন তো। আামর 64 তম টিউনে সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউন। অমরা অনেকেই সার্টিফিকেট নকল করতে চাই কিন্তু নির্দিষ্ট ফন্ট না পাওয়ার জন্য সেটা আর ঠিক ভাবে করা হচ্ছে না। তবে সাবধান এটা কোন খারাপ কাজে ব্যবহার করবেন ন। প্রথমে এখান থেকে ফন্ট গুলো ডাউনলোড করে নিন।
ফন্ট গুলো সিলেক্ন করে ফন্টে উপর মাউসের রাইট বাটন এ ক্লিক করল ইনষ্টল লেখা দেখতে পারবেন এখান থেকে ইনষ্টল এ ক্লিক করন তা হলে ফন্ট গুলো ইনষ্টল হবে। এবার ইউনন্ডোস এক্স.পিতে কি ভাবে েইনষ্টল করবেন। প্রথমে ফন্ট গুলো কপি করুন। এবং C > program> Windows >Font (এখানে ফন্ট ফোল্ডারে ফন্ট গুলো কপি পেষ্ট করবেন)।
আসলে অনেক সময় এমন হয় যে সাধারন একটি সার্টিফিকেট এর জন্য কোন বেকার যুবকের চাকুরি হাতছারা হয়। তবে এই পদ্দতিতে তৈরী কোন সার্টিফিকেট কোন সরকারী কাজে ব্যবহার করা যাবে না। তবে বেসরকারী বা কোন কম্পানির কাজে ব্যবহার করতে পারবেন। নিচের স্কিনসর্ট গুলো দেখে নিন।
প্রথমে যে সার্টিফিকেট নকল করতে চান সেই সার্টিফিকেট টি ফটোসোপের মাধ্যমে সার্টিফিকেট এর লেখা শুধু নাম গুলো আস্তে আস্তে তুলে ফেলুন। এবং কাঙ্খিত ফন্ট নিলেক্ট করে লেখা শুরু করুন। বুজতে অসুবিধা হলে টিউমেন্ট বক্সে যানাবেন। আজ আর লিখব না। সবাই ভাল থাকবেন। ফেনবুকে আমাকে কিছু বলতে চাইলে ফেসবুক এ ক্লিক করুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
সার্টিফিকেটের ফন্ট দিয়া কই করব। ভুয়েটের সার্টিফিকেট কয় থেকে দানলদ করব বায়? ভুয়েট তেকে পাঁচ করেচভহি কিন্তু সার্টিফাকাত পায় নাই ভলে কাউ ThemeBpoxr কা ধাম দেছে না । আঁকান আমই কই কারবা ?