নমস্কার, টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো? আশা করি ভাল ভাল আছি। এটা আমার 63 তম টিউন। বন্ধুরা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব Typing Master। এই টাইপিং মাস্টার ব্যবহার করে অতি দ্রুত টাইপ করতে পারবেন। এটা এমন একটি সফটওয়্যার যার ম্যধমে অনেক স্টেপ বাই স্টেপ টাইপিং সিস্টেম দিবে। একবার কাজ করে দেখুন ভাল লাগব। বিষেশ করে যারা নতুন ইউজার তাদের জন্য এই Typing Master টি অনেক হেল্প ফুল হবে। প্রথবে এই লিংক থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে সাধারন নিয়মে সেটাপ করুন। সেটাপ হলে ওপেন করুন।
কিছু স্ক্রীনশর্ট দিলাম। দেখে নিন কিরম ভাবে পর্দায় আসবে Typing Master। মোট কথা যারা নতুন টাইপ মানে এম.এস ওর্য়াডে কাজ শুরু করছেন তাদের জন্য এখান্ত উপযোগী এই Typing Master।
বন্ধুরা আশা করছি নতুনদের উপকারে আসবে। যদি কারো উপকার হয় তবে আমার পরিশ্রম সার্থক হবে। সবাই ভাল থাকবেন। ফেসবুকে আমাকে কিছু বলতে চাইলে এখানে বলুন। আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরা ভাল সুন্দন মানসম্মত টিউন উপহার দিতে পারি। আর আর লিখব না। সবাই ভাল থাকবেন।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
Darun….