আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবারাকাতু
সুপ্রিয়, টেকটিউনস পাঠক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের টিউন অক্সিজেন সম্পর্কে।
- উপরের আনন্দগুলি উপভোগের জন্য বেশী সময় পাবেন না। কারণ আয়ু কমে যাবে। দ্বিগুন অক্সিজেনের প্রভাবে শরীরে দ্বিগুন পরিমান অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরী হবে। এতে অক্সিডেডিভ স্ট্রেস বেড়ে যাবে যা বয়স বাড়ার ছাপ। এতে প্রোটিন, ডিএনএ এবং আরএনএ তৈরী বাধাগ্রস্ত হয়। সেই সাথে আন্ত:কোষীয় যোগাযোগও বাধাগ্রস্ত হবে। এতে আলঝেইমার, পারকিনসন্স ডিজিজ এসব বার্ধক্যজনিত রোগে কম বয়সে আক্রান্ত হবার সম্ভবনা দ্বিগুন হবে। বেশী অক্সিজেন মজা। না? 😆
ধন্যবাদ।
আমি লাবিব আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
টেকনোলজিকে ভালোবাসি; টেকনোলজি দিয়ে "ডিজিটাল বাংলাদেশ" গড়তে চাই! যা-জানি তা, সবার-মাঝে ছড়িয়ে দেই এবং +++ যা-জানিনা, তা জানাইনা-না; নয় বরং যেনে জানাই (*_*) About: Wikipedia(BD) Contents Editor.
The Oxygen