পৃথিবীতে অক্সিজেনের পরিমান যদি ২গুণ হয় তবে যা হবে

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবারাকাতু
সুপ্রিয়, টেকটিউনস পাঠক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের টিউন অক্সিজেন সম্পর্কে।

  • - আপনার বানানো কাগজের প্লেন গুলি খুব ভাল উড়বে। কারণ মাটির কাছাকাছি বায়ু চাপ বেড়ে যাবে। একই কারণে প্যারাসুট নিয়ে মাটিতে নামতে দেরী হবে। পাখিরা আকাশে আরো বেশী উঁচুতে উড়তে পারবে।
  • - এটা যদি হয় তবে যাদের মোটরকার বা মোটরসাইকেল আছে তাদের জন্য সুখবর। অক্সিজেন বেশী বাতাস ইন্জিনের পারফরমেন্স বাড়িয়ে দেয়।
  • - যারা পর্বতারোহী তাদের উঁচু পর্বতে উঠে অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করতে হবে না।
  • - যত পোকা-মাকড় আছে তারা আকারে দ্বিগুন হতে শুরু করবে। পোকা মাকড়দের আকার নির্ভর করে বাতাসে কি পরিমান অক্সিজেন আছে তার উপর ও তাদের জেনেটিক কোডের উপর।
  • - মানুষ আরও বুদ্ধিমান ও তৎপর হয়ে উঠবে। যারা এথলেট আছেন তারা একের পর এক পুরাতন রেকর্ড ভাঙতে থাকবেন।
  • - মানুষের শরীরের অসুখ-বিশুখ কমা শুরু হবে। নিউট্রোফিল NADP অক্সিডেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়া ধ্বংস করে। যত বেশী অক্সিজেন তত বেশী অক্সিডেজ।
  • - আগুন ধরার সম্ভবনা দ্বিগুন হয়ে যাবে। ফলে দাবানলের সম্ভবনা বাড়লেও ম্যাচের খরচ কমে যাবে।

Humen Body

- উপরের আনন্দগুলি উপভোগের জন্য বেশী সময় পাবেন না। কারণ আয়ু কমে যাবে। দ্বিগুন অক্সিজেনের প্রভাবে শরীরে দ্বিগুন পরিমান অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরী হবে। এতে অক্সিডেডিভ স্ট্রেস বেড়ে যাবে যা বয়স বাড়ার ছাপ। এতে প্রোটিন, ডিএনএ এবং আরএনএ তৈরী বাধাগ্রস্ত হয়। সেই সাথে আন্ত:কোষীয় যোগাযোগও বাধাগ্রস্ত হবে। এতে আলঝেইমার, পারকিনসন্স ডিজিজ এসব বার্ধক্যজনিত রোগে কম বয়সে আক্রান্ত হবার সম্ভবনা দ্বিগুন হবে। বেশী অক্সিজেন মজা। না? 😆

ধন্যবাদ।

Level 0

আমি লাবিব আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

টেকনোলজিকে ভালোবাসি; টেকনোলজি দিয়ে "ডিজিটাল বাংলাদেশ" গড়তে চাই! যা-জানি তা, সবার-মাঝে ছড়িয়ে দেই এবং +++ যা-জানিনা, তা জানাইনা-না; নয় বরং যেনে জানাই (*_*) About: Wikipedia(BD) Contents Editor.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

2* in oxygen
DengeR

নির্বাচিতটিউন মনোনয়ন
প্রিয় টিুনসে যুক্ত করুন
টিউনমেন্টস

Level 1

nice tune, thanks.