কিছু নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউট

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এখন একটি জনপ্রিয় মাধ্যম ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করার। কিন্তু এর জন্য প্রয়োজন নিজের স্কিল ডেভেলাপ করা। জনপ্রিয় এবং অধিক অর্থ উপার্জন করা যায় এমন কিছু স্কিল হচ্ছে ওয়েব ডেভেলাপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এস ই ও, ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইত্যাদি। এই স্কুল গুলো ডেভেলাপ করার জন্য প্রয়োজন অভিজ্ঞ কারো কাছ থেকে দক্ষ দিক নির্দেশনা।

দক্ষ এবং অভিজ্ঞ দিক নির্দেশনা অনুযায়ী চলে নিজের স্কিল ডেভেলাপ করে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে সহজেই নির্দিষ্ট কাজ বিড করে নিয়ে সফলভাবে তা সমাপণ করে অনেক টাকা উপার্জন করা সম্ভব। বাংলাদেশে বর্তমানে অনেক ট্রেনিং ইন্সটিটিউট আছে যারা ফ্রিল্যান্সিং স্কিল শেখানোর প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে বিখ্যাত ও নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের তালিকা নীচে দেওয়া হলোঃ

কোডার্স ট্রাস্ট বাংলাদেশ-Coderstrust Bangladesh:

ডেনমার্ক ভিত্তিক এ প্রতিষ্ঠান্ টি উন্নয়নশীল দেশগুলোতে ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলাপ এর ট্রেনিং দিয়ে থাকে। ঢাকার বনানীতে বাংলাদেশে এদের একমাত্র অফিস। খুবই প্রফেশনালিজম এর সাথে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যাবলী পরিচালনা করে থাকে। এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে অনেকেই নিজেদেরকে অত্যন্ত সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছে। নীচে তাদের ওয়য়েবসাইট এড্রেস ও ফেসবুক লিংক দেওয়া হলো।

*ওয়েব এড্রেসঃ http://coderstrustbd.com/

*ফেসবুক লিংকঃ https://www.facebook.com/coderstrustbangladesh/

আর আর ফাউন্ডেশন বাংলাদেশ- RR Foundation Bangladesh:

দেশের আরেকটি নামকরা ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউট হলো আর আর ফাউন্ডেশন বাংলাদেশ। ঢাকার ফার্মগেট এরিয়াতে অবস্থিত এ প্রতিষ্ঠান্ টি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদান করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে সফলবাভে বিভিন্ন কোর্স শেষ করে বহু যুবক নিজেদেরকে অত্যন্ত সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছে এবং মার্কেটপ্লেসে নিজেদের অত্যন্ত দঢ় অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। নিম্মে প্রতিষ্ঠান টির ওয়েব এবং ফেসবুক লিংক প্রদত্ত হলো-

*ওয়েব এড্রেসঃ https://www.rrfonline.com/

*ফেসবুক লিংকঃ https://www.facebook.com/rrfoundationinstitute/

শিখবে সবাই – SHIKHBE SOBAI:

এক ঝাঁক তরুণ সফল ফ্রিল্যান্সাররা মিলে গড়ে তুলেছে শিখবে সবাই নামে একটি অনন্য ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউট। তাদের মূলমন্ত্র হচ্ছে শিখবে সবাই-বাদ যাবেনা কেউ! ঢাকার বনানীতে এ প্রতিষ্টান টি অবস্থিত। ইতোমধ্যে অনেক মেধাবী পরিশ্রমী তরুণ-তরুণী উক্ত প্রতিষ্ঠান থেকে কোর্স করে সফল ভাবে ফ্রিল্যান্সিং করে যাচ্ছে। নিচে তাদের ওয়েব এবং ফেসবুক এড্রেস দেওয়া হলোঃ

*ওয়েব এড্রেসঃ http://shikhbeshobai.com/

*ফেসবুক লিংকঃ https://www.facebook.com/ShikhbeShobai/

এছাড়াও আরো বহু প্রতিষ্টান আছে যারা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন স্কিলের উপর ট্রেনিং দিয়ে থাকে।তবে যে কোন প্রতিষ্ঠানে ট্রেনিং নেওয়ার আগে ভাল করে খোজ নিয়ে তারপরে ভর্তি হওয়া চাই। আর মনে রাখতে ট্রেনিং করার সময় কঠোর পরিশ্রম কড়া চাই এবং সময়ের সঠিক ব্যবহার করা চাই। রাতারাতি সাফল্যের আশা না করে অধ্যবসায়ের সহিত যেকোন একটা স্কিলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রথমেই আর্ন বা উপার্জনের কথা চিন্তা না করে লার্ন বা শিখার বিষয়ে মনোযোগী হতে হবে। যখন আমি নিজেকে একজন দক্ষ আইটি প্রফেশনালস হিসেবে গড়ে তুলতে পারবো তখন আর টাকার পিছনে ছুটতে হবেনা বরং টাকাই আমার পিছনে ছুটবে। কাজেই প্রথমে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করতে হবে তাহলেই সাফল্য ধরা দিবে এবং স্বপ্ন পূরণ হবে। সবার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ।

Level 0

আমি আসিফ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস