কম্পিউটারের properties এ আপনার ছবি সহ পরিচয় দিন

আজ আমি আলোচনা করতে চাই কীভাবে আপনার কম্পিউটারের properties এ আপনার ছবি সহ পরিচয় দিবেন। এই কাজের জন্য দুইটি ফাইলের প্রয়োজন পড়বে, একটি ইমেজ ফাইল ও অন্যটি টেক্সট ফাইল। ইমেজ ফাইলটি অবশ্যই (.bmp) ফরম্যাট এর হতে হবে।

প্রথমে আসি Windows XP এর ব্যাপারেঃ

এক্ষেত্রে আপনাকে কাঙ্খিত ইমেজ ফাইলটি (.bmp) ফরম্যাট এ নিয়ে 450*570 পিক্সেল এর বানাতে হবে। তারপর সেইভ করতে হবে (Oemlogo.bmp) নামে।

এবার একটি নোটপ্যাড খুলে সেখানে লিখুনঃ

[General]
Manufacturer=Assembled and Services By:
Model=Your Computer Model Name
[Supported Information]
Line1=" Your Name "
এবং (oeminfo.ini) নামে সেইভ করুন।

তারপর ফাইল দুটোকে “ C:\WINDOWS\system32 ” ডাইরেক্টরিতে মুভ করান। এবার রিফ্রেশ করে কম্পিউটারের Properties এ গিয়ে দেখুন সেখানে আপনার ছবি সহ বিস্তারিত চলে এসেছে।

এখন আসি Windows 7,8,Vista ইত্যাদির কথায়ঃ

এক্ষেত্রে আপনি একই উপায়ে ইমেজ কে 287*277 পিক্সেল এর বানাবেন।

এবার একটি নোটপ্যাড খুলে সেখানে লিখুনঃ

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\OEMInformation]
@=""
"Manufacturer"="Your Name"
"SupportPhone"="0123456789"
"SupportURL"="www.facebook.com/ "
"SupportHours"="24 Hour In 7 Days"
"Logo"="C:\\Windows\\System32\\Oemlogo.bmp"
"Model"="hp ProBook"

এরপর (settings.reg) নামে সেইভ করুন। তারপর ইমেজ ফাইলটি “ C:\WINDOWS\system32 ” ডাইরেক্টরিতে মুভ করান। এবং (settings.reg) ফাইলে ডাবল ক্লিক করে open করুন এবং নতুন ডায়ালগ বক্স আসলে “Yes” বাটন এ ক্লিক করুন। এখন কম্পিউটারের Properties এ গিয়ে দেখুন সেখানে আপনার ছবি সহ বিস্তারিত চলে এসেছে।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

Level 0

আমি আবু উবায়দা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo post vai

অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর পোস্টটির জন্য।