বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার, এফিলিয়েট মার্কেটার এ খাতে প্রচুর আয় করছেন। সবচেয়ে বেশি আয় করছেন মার্কেটএভার.কম। অনেকে ব্যবসায় পরিকল্পনার অংশ হিসেবে একাধিক ডোমেইন কিনে রেখেছেন যা এখন বিক্রি করার এড দিচ্ছেন। আবার অনেকে ব্যবসা পরিবর্তন করার খাতিরেই রেডিমেড ওয়েবসাইট বিক্রির এড দিচ্ছেন।
তাঁদের জন্য সুখবর দিতেই এ টিউন দিচ্ছি-
সুন্দর নামের ডোমেইন কিনে পরে প্রিমিয়াম হিসেবে বিক্রি এবং ওয়েবসাইট বিক্রি করাও এক ধরনের ব্যবসায় উদ্যোগ। এ ব্যবসা করেও মাসে লাখ লাখ টাকা ইনকামও করা যায়। বাংলাদেশেও এ রকম অনেক সেলার আছেন। এখানে প্রকৃত মূল্যের ২০ গুণ দাম পাওয়া যায়।
আর এধরনের সাইট, ডোমেইন ও অ্যাপস বিক্রির প্ল্যাটফর্মও/ব্রোকার আছেন। আমি সেগুলোর কথাই বলছি।
১। EmpireFlippers.com: WordPress based site টিতে লিস্টিং ফি বর্তমান আছে।উন্নত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।
২। DesireFlippers.com: PHP এর এই সাইটটি LARAVEL framework দিয়ে তৈরি হওয়ায় এতেও উন্নত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। ক্যাম্পেইন চলছে। তাই লিস্টিং ফ্রি।
৩। Flippa.com: PHP এর এই সাইটটিতে লিস্টিং ফি বর্তমান আছে।
এদের মধ্যে ২নং টি নতুন হওয়ায় তাতে লিস্টিং এমনকি ফিচার লিস্টিংও ফ্রি!
আপনারা একবার ট্রাই করেই দেখুন না!
আমি রতন প্রধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।