Toshiba Estudio 2303A Toner Error সমস্যার সমাধান। ভিডিও সহ

আপনার যারা ফটো কপির ব্যবসা করেন বা অফিসিয়াল ভাবে ব্যবহার করেন। তারা জানেন বর্তমানে কম কম দামে ভালো ১ টি মেশিন হল Toshiba Estudio 2303A কিন্তু এই মেশিন টা কিনার পরে সাথে থাকা কার্টিজ টা শেষ হয়ে গেলে একটা মেসেজ দেয় Toner Error তখন আর কাজ হয় না তখন নতুন কার্টিজ না লাগাবেন ততক্ষণ কপি হবে কিন্তু আপনি যদি আপনার আশে পাশে কার্টিজ না পান তাহলে হয়ত আপনার ২/৩ দিন সময় লাগতে পারে নতুন কার্টিজ এর ব্যবস্থা করতে যদি হঠাৎ আপনার কালি শেষ হয়ে তখন আপনি কি করবেন?

এখন সেই জিনিসটাই আপনাদের সাথে আলাপ করবো

  • এই জন্য প্রথমে যা করতে হবে তা হল আপনার মেশিনটা চালু থাকলে মেশিন টা বন্ধ করেন।
  • আর বন্ধ থাকলে 05 একসাথে চেপে ধরে on করেন স্ক্রিন এ Test Mode = A লেখা আসলে 05 ছেড়ে দিন।
  • এবার দেখেন স্ক্রিন এ নিচে কোন কিছু লেখা আছে নাকি যদি 0 বা 5 লেখা থাকে তাহলে cancel এ ক্লিক করুন।
  • এবার আবার setting এ ক্লিক করুন।

এখন দেখবেন আপনার মেশিন টা নরামাল স্ক্রিন এ চলে আসছে। এখন আপনি কপি দিলে খুব সহজ ভাবে আগের মত আপনার কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনার মেশিন টা অফ হয়ে যায় তাহুলে আগের মত toner error দেখাবে। কার্টিজ বদলানোর আগ পর্যন্ত উপরের নিয়ম মত কাজ চালাতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও তা দেখতে পারেন।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মডারেটর কে টিউনটা মডিফাই করে দেবার জন্য । নেট স্লও থাকার কারণে খুবই ঝামেলা হইছিল ।

vai canon ir 2018 error eoo7 asa ki korbo vai?

ভাই ক্যানন এর ব্যাপারে কোন ধারনা আমার নাই ।