অবসর সময়ে আয় করুন বিটকয়েন দ্বিতীয় ভাগ

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রথম ভাগ এর লিঙ্ক - এখানে

প্রথমেই বলে রাখি কোন উপযুক্ত স্কিল ছাড়া অনলাইনে খুব বেশি আয় করতে পারবেন না। তাই আমার পরামর্শ হবে কিছু একটা শিখতে থাকুন যেমন, ফটোশপ, ওয়েব ডেভেলপমেন্ট, android app ডেভেলপমেন্ট ইত্যাদি। এখন এইসব কাজ শেখার ফাঁকে ফাঁকে অথবা মুভি দেখতে দেখতে অথবা ফেসবুক ইউজ করতে করতে যদি কিছু আয় করতে চান এই tutorial টি ফলো করুন। আমি এখানে বেশ কিছু সাইট দেখিয়েছি এছারাও আরও অনেক সাইট আছে। আর এই কাজ পার্ট টাইম এর পার্ট টাইম হিসাবে করতে পারেন। বেশি পরিমান bitcoin আয় করতে হলে আপনাকে freelancing করে আয় করতে হবে অথবা trading করে। নিচের পদ্ধতি গুলোর জন্য আপনার captcha fill-up করার ক্ষমতা থাকলেই হবে।

আগের টিউন এ less time consuming কয়েকটা  faucet site দেখিয়েছি,   click here for previous post। আজকে কয়েকটা faucet site দেখাব যেগুলো তে payment তুলনামুলক বেশি কিন্তু সময় ও একটু বেশি দেয়া লাগে।

Faucethub

এই সাইট হল একটি hub এর মত যেখানে অনেক faucet এর লিঙ্ক পাওয়া যায় এবং বিভিন্ন faucet site তাদের ফান্ড সরাসরি এখানে পাঠিয়ে দেয়।  faucethub এ sign up করতে এখানে ক্লিক করুন। অ্যাকাউন্ট খোলার পর আপনাকে আপনার bitcoin/litecoin/ethereum/dogecoin ইত্যাদি cryptocurrency এর এড্রেস গুলো faucethub এর সাথে লিঙ্ক করতে হবে। নিচের ছবিগুলো দেখুন।

account খুলে sign in করার পর Dashboard এ যান, তারপর wallet addresses এ যান, তারপর currency select করে address গুলো দিন।

 বিভিন্ন faucet থেকে claim করার পর  আপনার dashboard এ এরকম দেখতে পাবেন।

নিচের সাইট গুলি এখন পর্যন্ত ১০০% trusted সাইট, so নির্দ্বিধায় ক্লেইম শুরু করতে পারেন।  badbitcoin.org এই সাইট এ সব নকল, scam, ভুয়া  bitcoin site এর লিস্ট আছে কখনও যদি কোন সাইট নিয়ে সন্দেহ হয় check করে দেখতে পারেন।

এখন আপনাকে কয়েকটি faucet এর লিস্ট দিব যারা সরাসরি faucethub এ পে করে। যেখানে address চাবে সেখানে আপনি faucethub এর সাথে যেই address link করেছেন সেটি দিবেন, আর কিছু captcha পূরণ করে claim করলে amount সরাসরি faucethub এ চলে যাবে। কিছু কিছু site এ এই amount জমা হয়, তারপর আপনাকে আলাদা করে payout to / withdraw to faucet hub এরকম কিছুতে ক্লিক করে captcha দিলেই আপনার satoshi faucethub এ চলে যাবে।

কিছু high paying faucet,   লিঙ্ক গুলোতে(লেখা) ক্লিক করলেই faucet এর সাইট এ চলে যাবে(new tab)।

  • Bitcoin faucets

  1. bitdesire
  2. claim bit
  3. big btc win
  4. get your bitco
  5. online job central
  6. bit lucky
  7. btc for clicks
  8. one way Faucet
  9. freebtc mine
  10. claimbits
  11. btcforeveryone
  12. aleskcoin
  • Litecoin faucets

  1. aleskcoin
  2. litecoin_faucet
  3. litecoin
  4. getfreeco
  • Ethereum faucets

  1. eth faucet
  2. online job central eth
  3. darak eth
  4. bitcoin-s
  5. ethereum faucet
  6. aleskcoin

fauecthub থেকে আমি কয়েকবার coinbase এ withdraw করেছি so tension নেয়ার কারন নাই। just একটা জিনিস মনে রাখবেন কোন সাইট যদি আপনাকে পে করতে বলে করবেন না, যদি দেখেন কোন সাইট অস্বাভাবিক বেশি satoshi দিবে, বুঝবেন ঘাপলা আছে।  আমি এই list এ যেগুলা  দিয়েছি বেশিরভাগ faucet এই এরকম amount ই দেয়। faucethub offerwall এ বিভিন্ন task complete করেও আপনি সাতশি পেতে পারেন।

আরেকটা  জিনিস, অনেক সময় faucet site এ balance থাকে না তখন বারবার ওই সাইট এ যাওয়ার দরকার নেই। normally কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন এর মধ্যে আবার balance এসে পরে।

note-bitcoin এর দাম এখন ১৬০০০$ হয়ে গেছে, তাই আমি বলব যে আপাতদৃষ্টিতে উপরের faucet গুলার amount কম মনে হলেও যা পারা যায় জমায় রাখেন। আমার 4$ এর bitcoin(100000 satoshi) এখন 16$ হয়ে গেছে, যা জমাতে আমার ২০ দিন এর মত লেগেছিল। 16$ একেবারে ফেলে দেয়ার মত কোন amount না। daily আমি ১ ঘণ্টাও টাইম দেইনাই। সামনে আরও দাম বাড়বে তাই যা পাওয়া যায় জমায় রাখেন।

আজ এ পর্যন্তই।

কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন সাইট থেকে claim করতে প্রবলেম হলে টিউমেন্ট করবেন।

Level 0

আমি লাল নীল বেগুনি ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস