যেনে নিন চিকুনগুনিয়া কি লক্ষণ ও এর প্রতিকার।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সুরু করছি। সবাই ভাল আছেন নিশ্চই। বর্তমান এই প্রযুক্তির যুগে আমাদের শরীরকে সবার আগে সুস্থ রাখতে হবে। আর আমাদের শরীরকে সুস্থ রাখার পথে বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে একটি রোগ। যার নাম এরই মধ্যে আমরা সবাই জেনে গেছি। আর তা হলো চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়া রোগের প্রসার আজ শহর, গ্রাম সর্বত্রি পরিলক্ষিত। আর তাই চিকুনগুনিয়া সম্পর্কে জানা আমাদের জরুরী।

তাই আসুন আমরা জেনে নিই চিকুনগুনিয়া কি  লক্ষণ ও এর প্রতিকার।

চিকুনগুনিয়া কি,

১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে প্রথম এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। চিকুনগুনিয়া শব্দটিও এসেছে সেখানকার মাকোন্ডে নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা থেকে। এর অর্থ গিঁটের ব্যাথায় কুঁকড়ে যাওয়া।

চিকুনগুনিয়া কিভাবে ছড়ায়,

এডিস ইজিপ্ট ও এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে এ রোগ ছডায়।

এই মশা কোথায় জন্মায়,

এই মশা পরিষ্কার পানিতে জন্মায়। সাধারণত বাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও টায়ার, ডাবের খোসায় জমে থাকা পানিতে ডিম পাড়ে এরা। এছাড়া এসি ও ফ্রিজে জমে থাকা পানিতেও ডিম পাড়ে এই মশা।

চিকুনগুনিয়ার লক্ষণ,

Ø হঠাৎ জ্বর, তাপমাত্রা ১০৪ পর্যন্ত হতে পারে।

Ø গিঁটে ব্যাথা, প্রচন্ড মাথাব্যথা।

Ø মাংসপেশিতে ব্যথা।

Ø শরীরে শীত শীত অনুভুতি।

Ø বমি ভাব অথবা বমি ও ডায়রিয়া।

Ø চামড়ায় লালচে দাগ বা র‍্যাশ।

Ø মুখে ঘা, চোখ জ্বালা, অবসাদ,অনিদ্রা।

চিকুনগুনিয়া শনাক্তকরণ,

জ্বর-ফুসকুড়ি-গিরা ব্যাথা থাকলে এবং রক্তে ডেজ্ঞু অ্যান্টিজেন নেগেটিভ থাকলে চিকুনগুনিয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। জ্বরের প্রথম সপ্তাহে রক্ত পরীক্ষা করে ও তারপর আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করে চিকুনগুনিয়া শনাক্ত করা সম্ভব।

চিকুনগুনিয়া জ্বর হলে করণীয়,

Ø পানি দিয়ে শরীর মুছা।

Ø সম্পূর্ণ বিশ্রামে থাকা।

Ø প্রচুর পানি বা তরল পান করা।

Ø ব্যাথার জন্য গিঁটের ওপর ঠান্ডা পানির সেঁক দেওয়া।একটি তোয়ালে বা নরম কাপড়ে বরফকুচি নিয়ে ব্যথার স্থানে তিন থেকে পাঁচ মিনিট ধরে রাখুন

Ø হালকা ব্যায়াম করা।

Ø ঔষধ হিসাবে প্যারাছিটামল যথেষ্ট।

চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে করণীয়,

Øবাড়ির আঙিনা, আশেপাশে যেন পানি না জমে। নিয়মিত পরিষ্কার করা।

Ø ডাবের খোল, ফুলের টব, পরিত্যক্ত টাওয়ার ও এসি-ফ্রিজের পানি যেন না জমে।

Ø নির্মাণাধীন ভবনের পানির চৌবাচ্চা নিয়মিত পরিষ্কার রাখা।

Ø মশারি ব্যবহার করা।

বিষটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন।

কবিতার মাধ্যমে Preposition শিখি। পর্ব-১

ত্রিকোণমিতি শেখার জাদুকরি পদ্ধতি [পর্ব-০১] :: প্রাথমিক আলোচনা

মানুষ সম্পর্কে Collective noun.

নিয়মিত গণিত, ইংরেজী ও শিক্ষা বিষয়ক বিভিন্ন টিপস পেতে লাইক দিন আমাদের  "EDUCATION HELP" ফেসবুক পেজে Share করে সংগ্রহে রাখুন এবং সবাইকে দেখার সুজোগ করে দিন।

 

Level 0

আমি আবুল হাসানাত সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস