জিজ্ঞাসাঃ UPS ও IPS

বাংলাদেশে জন্ম ও বসবাস করার অপরাধে (!) বিদ্যুৎ-এর দেখা পাই খুব কম। তাই বলে তো কম্পিউটার-এর ব্যবহার বন্ধ রাখা যায় না। এখন টেকটিউনার বন্ধুদের কাছে একটি জিজ্ঞাসাঃ UPS এর কানেকশন IPS হতে নিলে কোনো সমস্যা হবে কিনা। যদি কারো জানা থাকে একটু বলবেন কি? অথবা কোনো Link দিলেও উপকৃত হব।

Level 0

আমি Ali Ahmad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

না কোন সমস্যা নাই।

ভাই অনেক ভাল মানের (ঘন্টা দুই ব্যাকআপ দেয় ) UPS আছে । লাগলে আওয়াজ দিয়েন …..

আমার মনে হয়না কোন সমস্যা হবে ……. তবে যে লাউ সে কদুই কিন্তু দাড়ায় …… আল্টিমেটলি আপনার ইউপিএস কে সাপ্লাই দিতে গিয়ে আইপিএস বেচারা ও কিন্তু অল্প সময়ে কাহিল হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ইউজের কথা চিন্তা করলে ….. যখন ইউপিএস কে সাপ্লাই দিবেন স্বাভাবিকভাবেই আপনার কিছু লোডের সংখ্যা কমিয়ে আনতে হবে।

Level 0

সমস্যা হবার কথা না। তবে লোড কত দিচ্ছেন সেদিকে শতর্ক থাকতে হবে।

Level 0

তবে সমস্যা যেটা হবে, তা হলো – দুইটি ব্যাটারি চার্জ করেত গিয়ে বিদ্যুত খরচ বারবে। IPS এর ব্যাটারিও বেশি খরচ হবে, কারন- UPS এর ব্যাটারী চার্জ নেবে IPS থেকে (কখনো কখনো)। রুমি ভাই এর 2 ঘন্টার ব্যাক-আপ দেয় এরকম UPS বা ভালো মানের IPS যে কোন একটি ব্যবহার করাই ভাল।

@Babu দুটি ব্যাটারী চার্জের জন্য বিদ্যুত খরচ বেশী হবে কেন? তিনি যেটুকু চার্জ করবেন তার সবটুকুই তো ব্যাবহার করবেন। আর যখন আইপিএস ব্যাকআপ দেবে তখন তো আর ইউপিএস ব্যাকআপ দেয়ার দরকার নাই। আর উনি জিজ্ঞেস করেছেন ইউপিএস থেকে আইপিএস চালালে কোন ক্ষতি আছে কিনা? ইউপিএস যখন আইপিএস এ কানেক্ট করবে তখন লোডের কথা আসছে কেন(যেহেতু উনি অন্য কিছু ব্যাবহার করছেন না।)? লোডের জন্য সতর্ক থাকতে হবে যখন পিসি ইউপিএস এ কানেক্ট করবে।

Level 0

UPS নিজে কিছুটা লোড হিসেবে থাকবে। তাই IPS এ প্রেসার পরবে। মিঃ আলী যদি অন্য লোড ব্যবহার না’ই করেন, তাহলে IPS বা UPS যে কোন একটি ব্যবহার করলেই চলে। সম্ভবত আমি মিঃ আলী কি চাচ্ছেন তা বুঝতে পারিনি। তবে আশা করছি তিনি তার সমস্যার সমাধান করে ফেলেছেন।

Level 0

শুধু UPS দিয়ে pc চালালে Backup পাই 10-15 মিনিট। আবার শুধু IPS হলে pc restart হয়। এখন আমার প্রয়োজন এক থেকে দেড় ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। অপরদিকে রুমি ভাইয়ের বাতলানো [ভাল মানের (ঘন্টা দুই ব্যাকআপ দেয় ) UPS]-এর দাম সম্ভবত অনেক বেশী হবে। আমার এক বন্ধুর কাছে শুনলাম যে IPS থেকে UPS এর কানেকশন নিলে pc-র বিভিন্ন ডিভাইসের উপর চাপ পড়ে। যার ফলশ্রুতিতে হার্ডডিস্কের bad sector সহ বিভিন্ন সমস্যা হতে পারে। আমার বন্ধুর বক্তব্য আসলে কতটুকু ঠিক জানিনা। আর তাই টেকটিউনস-ভাইদের শরনাপন্ন হওয়া। আশা করি আমার সাধ ও সাধ্যের কথা আপনাদের বুঝাতে পেরেছি।

Level 0

সকলের মনৱব্য পড়ে আমিও কিছু শেয়ার করব ভাবছি। যদি এতে কেউ উপকৃত হয় ভাল লাগবে। আমি ৮০০ওয়াটের পান্ডা আইপিএস ব্যবহার করছি গত দেড় মাস। সাথে ইউপিএস আছে ১০মিনিট ব্যাকাআপ এর। আজ সকাল থেকে সারাদিনই বিদ্যুত ছিলনা। তাই ভালমত টেষ্ট করেই মনৱব্যটা লিখতে পারছি। আইপিএস ফুল চার্জ ছিল । সকাল ১০টা থেকে টানা দুপুর আড়াইটা পর্যনৱ একটানা কম্পিউটার, ১টা লাইট, প্রিন্টার, মাঝে মাঝে ৬টা লাইট আবার কখনও ৫মিনিট এর জন্য ২টা ফ্যানও চালাইছি এভাবে একটানা সাড়ে ৪ ঘন্টা। তারপর পিসি অফ হয়ে গিয়েছিল। কিন’ তখনও ফ্যান লাইট চালাতে পারছি আরও ১ঘন্টার উপর। কাজেই বলা যেতে পারে ৫ঘন্টা ব্যাকআপ সহ আইপিএস যা মাত্র ২৬০০০/=টাকায় কেনা। সত্যিই আমি খুবই সনেৱাষ্ট এই প্রোডাক্টটির উপর। আমার অনেক উপকার এ আসছে। বিদ্যুত যাওয়া আসা আমি টেরই পাইনা । আজ সারাদিন বিদ্যুত না থাকায় একটু হিসেব করে সব চালাইছি, নইলে ফ্যান, লাইট দিন রাত চলে।

ভাই আলম, আমি সাশ্রয়ী দামের মধ্যে এমনই একটা IPS খুজতেছি। কিন্তু আমদের দেশে সহজে কোন ইনফরমেশন পাওয়া খুবই দুস্যহ ব্যাপার। ভাই আলম আপনার এই পান্ডা আই.পি.এস টি কোথা হতে কিনেছেন তার ঠিকানাটা যদি জানাতেন তাহলে আমিও আপনার মতো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উপভোগ করার আনন্দটা নিতে পারতাম। (ধন্যবাদ)