হযরত মুসা (আঃ) এর একজন উম্মত ছিলেন একাধারে অন্ধ, দরিদ্র ও নিঃসন্তান। একবার তিনি হযরত মুসা (আঃ) এর কাছে গিয়ে নিজের সকল দুরাবস্থার কথা খুলে বলে তার অবস্থা পরিবর্তনের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে অনুরোধ করলেন।
হযরত মুসা (আঃ) তাকে জানালেন আল্লাহ তার
যে কোন একটি দোয়া কবুল করবেন।
লোকটি চিন্তা করতে লাগলো কোন দোয়া সে করাবে।
১। চোখ ভালোর জন্য?
২। সন্তান লাভের জন্য?
৩। নাকি অর্থ ও সম্পদের জন্য?
অতপর লোকটি মুসা (আঃ) কে পরে জানাবে বলে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে লোকটি সব ঘটনা স্ত্রীর নিকট খুলে বলে পরামর্শ চাইলো।
স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতি ও বিচক্ষণ। তিনি চিন্তা
করে ও বুদ্বি খাটিয়ে হযরত মুসা (আঃ) এর নিকট একটি বাক্যের মাধ্যমে তিনটি অবস্থার পরিবর্তনের জন্য স্বামীকে দোয়া শিখিয়ে দিলেন।
পরের দিন লোকটি হযরত মুসা (আঃ) এর কাছে হাজির হলো।
মুসা (আঃ) তাকে বললেন বলো তোমার কি দোয়া করার
আছে, আমি আল্লাহর নিকট তা চাই।
আর নবীদের দোয়া কখনো বিফল
হয়না। লোকটি বলল, হে আল্লাহর নবী! “আমি ছাদের
নিচে বসে আমার মেঝো ছেলের বৌ এর হাতের রান্না
করা খাবার স্ব-চোখে দেখে খেতে চাই।”
আমি মোঃ মারুফুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।