নমস্কার সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুন নিয়মে কি ভাবে কম্পিউটার বা ল্যাপটপের ফাইল বা ফোল্ডার কোন প্রকার সফটয়্যার ছাড়া হিডেন করবেন। বন্ধুরা আমরা অনেকে কম্পিউটারে পাশওর্ডার ছাড়া ব্যবহার করি। বিশ্বাস করে কোন বন্ধুকে কম্পিউটার ব্যবহার করতে দিলে সে হয়ত আপনার নিজের একান্ত ব্যক্তিগন কিছু তথ্য চুরি করে নিয়ে যাবে তো এদের হাত থেকে কিভাবে রাক্ষা করবেন সব প্রয়োজনীয় তথ্য আজ আমি সেটাই দেখাব।
প্রথমে আমার দেয়া নিচের চিত্র গুলো লক্ষ করুন। স্ক্রীন সর্টে আমি খুব সুন্দর ভাবে লিখে দিয়েছি। তার পরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে টিউমেন্ট জানাবেন।
উপরের কাজ যদি ঠিক ভাবে করতে পারেন তা হলে ফাইলটি দেখা যাবেনা মানে হিডেন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফাইলটি হিডেন হল সেটা কি ভাবে উদ্ধার করব। চলুন দেখা যাক
উপরের মত আসবে। বন্ধুরা আজ আর লিখবনা সবাই ভাল থাকবেন। ফেসবুকে আমাকে কিছু বলতে চাইলে এখানে বলুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
ভাই আমি আপনার জ্ঞানের আলোয় পুরাই দৈন্য হয়া গেলাম। এতো জ্ঞান নিয়া আপনে থাকেন ক্যামনে? আমিতো চিন্তা করেই অস্থির……