এক বছরে আয় প্রায় ১ হাজার ৭শ” কোটি টাকা ….

শিরোনাম পড়ে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠবে।হ্যাঁ উঠারই তো কথা।এক বছরে আয় প্রায় ১ হাজার ৭শ" কোটি টাকা চিন্তা করলে আমার মাথা চক্কর মারে .... যা হোক আসল কথায় আসি।
হলিউড ডট কম নামের একটি সাইটের হিসাবে ২০০৭ এর জুন থেকে ২০০৮ এর জুন পর্যন্ত `হলিউড বেষ্ট আর্নিং কাপল`(হলিউডের সেরা ইপার্জনকারী দম্পতি) যারা তাদের আয় বছরে ২৪৯ মিলিয়ন মার্কিন ডলার।
আসুন দেখি হলিউডের সেরা ইপার্জনকারী দম্পতি কারা এবং তাদের আয় কত? আমি শুধু সেরা তিন দম্পতির নাম দিলাম।

জেজেড ও বিয়োন্স নোয়েল্স
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

beyonce_jay.jpg

প্রথম স্হানে - হিপ হপ গায়ক জেজেড ও তাঁর স্ত্রী বিয়োন্স নোয়েল্স গত বছর এই তারকা দম্পতির মোট আয় ছিল ২৪৯ মিলিয়ন মার্কিন ডলার।

উইল স্মিথ ও জোডা স্মিথ
---------------------------------------------------------------------------------------------------------------------------------

will_and_jada_smith.jpg

তালিকার দ্বিতীয় অবস্হানে রয়েছেন তারকা দম্পতি উইল স্মিথ ও জোডা স্মিথ তাদের আয় ১৩৭.৬ মিলিয়ন মার্কিন ডলার।

ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যাম
-------------------------------------------------------------------------------------------------------------------------------

david-beckham-new-haircut-071.jpg

তালিকায় তিন নম্বরে আছেন ফ্রি কিক স্পেশালিষ্ট ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম আর স্পাইস গার্লস ভিক্টোরিয়া বেকহ্যাম।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেমন জানি লাগল, ঠিক বুঝলাম না।

Level New

শাকিল ভাই আমি বুঝতে পারছি আসলে এটা টেকটিউনসের অন্য টিউন গুলার মত না …………………………….

মোট কথা …… মঈনের ডেইলি একটা টিউন না করলে ভাল্লাগে না!!!! যদি টপ টিউনার লিষ্টে পিছে পড়ে যায় ??

Level New

খুব ভালো হৈসে

টিনটিন ভাই এটা কেন বলছেন টেকটিউনের প্রতি তার ভালবাসাটাও দেখেন।

হুম ….. …..

Level 0

???

Level New

টিনটিন ভাই আমি মনে করি টিনটিন মাসে একটা টিউন করলেও সে টিনটিনই থাকবে। আসলে আমি নতুন কিছু জানলে টেকে টিউন করি।
আর আমি মনে করি টিনটিন যদি 1 গিগা হয় তবে আমি হলাম 1 মেগা বাইট ……………..
টিনটিন এবং টেকটিউনসের জন্যে আমি সব সময় আছি …… ধন্যবাদ।

হাহাহাহাহাহা ………. লোল মঈন …….. take it easy bro

Level New

আমি বোধহয় ভুলে টেকটিউনসে না ঢুকে টাকাটিউনসে ঢুকে পড়েছি 😉